হোম > সারা দেশ > ঢাকা

তেজগাঁও রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর তেজগাঁও রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে দুলাল হোসেন (৩৫) নামে এক যুবক মারা গেছেন। তিনি কারওয়ান বাজারে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির গাড়িচালক ছিলেন।

আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ফায়ার সার্ভিস ও তাঁর সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক দুপুর ১২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে তেজগাঁও ফায়ার সার্ভিসের লিডার আবুল হোসেন জানান, ‘সকালে লোক মারফত খবর পাই তেজগাঁও রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মুমূর্ষু অবস্থায় পড়ে আছেন। পরে সেখানে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

মৃত দুলালের ভাগনে তরিকুল ইসলাম জানান, তাঁর মামা নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন নামে বিদ্যুৎ কোম্পানির গাড়িচালক ছিলেন। গাড়ি নষ্ট হওয়ায় তেজগাঁও র‍্যাংগসে গাড়ি মেরামত করতে দেন। আজ কারওয়ান বাজার অফিস থেকে গাড়ি আনতে যাচ্ছিলেন। তেজগাঁও রেলক্রসিংয়ে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়েন। পরে ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মারা যান।

তরিকুল আরও জানান, দুলাল হোসেনের বাড়ি ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ছোনাউটা গ্রামে। বাবার নাম আব্দুল মজিদ। ঢাকায় হাতিরপুল ফ্রি-স্কুল স্ট্রিট এলাকায় একটি মেসে থাকতেন। তাঁর স্ত্রী বর্না আক্তার তিন ছেলে ও এক মেয়েকে গ্রামের বাড়িতে থাকেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, তেজগাঁও থেকে মুমূর্ষু অবস্থায় ফায়ার সার্ভিসের লোকজন ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক