হোম > সারা দেশ > ঢাকা

দরজা বন্ধ না হওয়ায় আধা ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল চলাচল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দরজা বন্ধ না হওয়ায় আধা ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। আজ মঙ্গলবার সচিবালয় স্টেশনে এই ঘটনা ঘটে। আর হুট করে বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।

অফিস ছুটি হওয়ায় এবং ইফতারের সময় ঘনিয়ে আসায় এই ভোগান্তি আরও বাড়ে। এ সময় বিভিন্ন স্টেশনে যাত্রীদের প্রচুর ভিড় ছিল। ওপরের প্ল্যাটফর্মে লোকে লোকারণ্য হওয়ায় নিচের থেকে অনেক স্টেশনে বাকি যাত্রীদের ওপরে উঠতে দেওয়া হয়নি।

মেট্রোরেলের ভেতর ও স্টেশনে উপস্থিত যাত্রীরা জানান, বিকেল ৪টা ৪৮ মিনিটে মতিঝিল থেকে ছেড়ে আসা উত্তরাগামী ট্রেনটি বাংলাদেশ সচিবালয় স্টেশনে এসে আটকে থাকে। ফলে উভয় দিকের মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। পরে ৫টা ২০ এ আবারও চলাচল স্বাভাবিক হয়।

সচিবালয় স্টেশনে এসে মেট্রোরেলের দরজা বন্ধ না হওয়ায় ট্রেনের ভেতর থাকা এক যাত্রী এম এইচ সাকিব বলেন, যখন ট্রেনের দরজা বন্ধ হচ্ছিল তখন কেউ একজন তা ধাক্কা দিয়ে আটকিয়ে রেখেছিল। তাই আধাঘন্টার মত ট্রেন দাঁড়িয়ে ছিল।

সাকিব বলেন, বিকেল ৪টা ৫০ এর দিকে মতিঝিল থেকে উত্তরাগামী একটি ট্রেন সচিবালয় স্টেশনে প্রবেশ করে। তখন আমার বগিতেই কিছু লোক ধাক্কাধাক্কি করে ওঠার সময় দরজা বন্ধ হওয়ার সময় চাপ দিয়ে ধরে রাখে। এরপর বেশ কয়েকবার দরজা খুলে আবার লাগানো হয় তাতেও কাজের কাজ কিছু হচ্ছিল না। এর ফলে প্রায় ৩০ মিনিট সময় সেখানে দাঁড়িয়ে থাকে ট্রেনটি। এরপর ঠিক করা হয় এবং যাত্রা স্বাভাবিক হয়।

সচিবালয় স্টেশনের যাত্রীদের অভিযোগ ট্রেন বন্ধ হওয়ার পর স্টেশন থেকে কোনো ঘোষণা দেওয়া হয়নি কেন ট্রেন বন্ধ ছিল।

এ বিষয়ে মেট্রোরেল কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে মেট্রোরেলের এক সূত্র জানান, প্রাথমিকভাবে খবর পেয়েছি দরজা বন্ধ না হওয়ার কারণেই এই সমস্যাটা হয়েছে। কেন বন্ধ হয়নি এর বিস্তারিত পরে জানাতে পারব। এর আগেও কেউ একজন দরজার মাঝে প্লাস্টিকের বোতল ফেলে রেখেছিল। তখনো এই সমস্যা দেখা যায়। তবে সেবার অল্প সময়ে জন্য ছিল।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু