হোম > সারা দেশ > ঢাকা

খালেদা জিয়ার চিকিৎসা যাত্রা, বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা জোরদার

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যে যাত্রা উপলক্ষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যে যাত্রা উপলক্ষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিমানবন্দর এলাকায় আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে দেখা যায়। এ ছাড়া র‍্যাব, ডিবির পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের নজরদারি করতে দেখা যায়।

সরেজমিনে, বিমানবন্দর গোলচক্কর থেকে টার্মিনাল পর্যন্ত, ভিআইপি গেট, হ্যাঙ্গার গেট, সিভিল অ্যাভিয়েশন সংলগ্ন প্রবেশ পথে এমন নিরাপত্তা জোরদার থাকতে দেখা যায়। এ ছাড়া বেগম খালেদা জিয়ার বাস ভবন ফিরোজা থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কেও অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখা যায়।

নিরাপত্তা প্রসঙ্গে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার বলেন, ‘বিমানবন্দর কেন্দ্রিক অতিরিক্ত ১০ প্লাটুন পুলিশ থাকবে। এ ছাড়া বিমানবন্দরের নিয়মিত নিরাপত্তায় নিয়োজিত এয়ারপোর্ট আর্মড পুলিশ ও সিভিল অ্যাভিয়েশনের সদস্যরা তো আছেই। মাঠে রয়েছে র‍্যাবও।’

অপরদিকে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান বলেন, ‘ঢাকায় প্রবেশ কিংবা ঢাকা থেকে বের হওয়ার ক্ষেত্রে বিমানবন্দর সড়কটি গুরুত্বপূর্ণ। তাই সেখানে যেন জনদুর্ভোগ না হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেটা নিশ্চিত করতে আমরা নিরাপত্তা বাড়িয়েছি।’

অপরদিকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেগম খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে মঙ্গলবার রাত ৮টায় তার গুলশানের বাসা থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রওনা হবেন। রাত ৯টায় বিমানবন্দরে পৌঁছাবেন এবং রাত ১০টায় রয়্যাল কাতার ‘আমারি এয়ার অ্যাম্বুলেন্সে’ করে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দেবেন।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এ উপলক্ষে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের সুশৃঙ্খলভাবে ফুটপাতে দাঁড়িয়ে দেশনেত্রীকে বিদায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হল, যাতে সড়কে যানবাহন ও পথচারী চলাচলে বিঘ্ন না ঘটে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন