হোম > সারা দেশ > ঢাকা

খালেদা জিয়ার চিকিৎসা যাত্রা, বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা জোরদার

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যে যাত্রা উপলক্ষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যে যাত্রা উপলক্ষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিমানবন্দর এলাকায় আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে দেখা যায়। এ ছাড়া র‍্যাব, ডিবির পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের নজরদারি করতে দেখা যায়।

সরেজমিনে, বিমানবন্দর গোলচক্কর থেকে টার্মিনাল পর্যন্ত, ভিআইপি গেট, হ্যাঙ্গার গেট, সিভিল অ্যাভিয়েশন সংলগ্ন প্রবেশ পথে এমন নিরাপত্তা জোরদার থাকতে দেখা যায়। এ ছাড়া বেগম খালেদা জিয়ার বাস ভবন ফিরোজা থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কেও অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখা যায়।

নিরাপত্তা প্রসঙ্গে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার বলেন, ‘বিমানবন্দর কেন্দ্রিক অতিরিক্ত ১০ প্লাটুন পুলিশ থাকবে। এ ছাড়া বিমানবন্দরের নিয়মিত নিরাপত্তায় নিয়োজিত এয়ারপোর্ট আর্মড পুলিশ ও সিভিল অ্যাভিয়েশনের সদস্যরা তো আছেই। মাঠে রয়েছে র‍্যাবও।’

অপরদিকে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান বলেন, ‘ঢাকায় প্রবেশ কিংবা ঢাকা থেকে বের হওয়ার ক্ষেত্রে বিমানবন্দর সড়কটি গুরুত্বপূর্ণ। তাই সেখানে যেন জনদুর্ভোগ না হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেটা নিশ্চিত করতে আমরা নিরাপত্তা বাড়িয়েছি।’

অপরদিকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেগম খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে মঙ্গলবার রাত ৮টায় তার গুলশানের বাসা থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রওনা হবেন। রাত ৯টায় বিমানবন্দরে পৌঁছাবেন এবং রাত ১০টায় রয়্যাল কাতার ‘আমারি এয়ার অ্যাম্বুলেন্সে’ করে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দেবেন।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এ উপলক্ষে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের সুশৃঙ্খলভাবে ফুটপাতে দাঁড়িয়ে দেশনেত্রীকে বিদায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হল, যাতে সড়কে যানবাহন ও পথচারী চলাচলে বিঘ্ন না ঘটে।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯