হোম > সারা দেশ > শরীয়তপুর

জাজিরায় নদী থেকে যুবকের লাশ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরায় নদী থেকে জামাল শিকারী (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ রোববার বিকেলে উপজেলার কাজীরহাটসংলগ্ন কীর্তিনাশা নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। জামাল ওই এলাকার মৃত রতন শিকারীর ছেলে।

জামাল শিকারীর ভাই কামাল শিকারী বলেন, তাঁরা কাজীরহাট এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। তাঁদের স্থায়ী কোনো ঠিকানা নেই। প্রায় ২৫ বছর আগে তাঁর বাবা এবং তিন বছর আগে মা মারা যান। তিন ভাইয়ের মধ্যে জামাল সবার ছোট, এখনো বিয়ে করেননি। তাঁদের কেউ ভাঙ্গারি দোকানে কাজ করেন, কেউ ট্রলি চালান।

ভাইয়ের কোনো শত্রু নেই জানিয়ে কামাল শিকারী বলেন, তাঁর ভাইকে কে বা কারা হত্যা করেছে, বা কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তিনি জানেন না।

এ বিষয়ে জানতে চাইলে মাঝিরঘাট ফাঁড়ির ইনচার্জ মো. জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আজ দুপুরে কাজীরহাট বাজার এলাকার নির্মাণাধীন ব্রিজের কাছে নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে সেখানে গিয়ে লাশ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য লাশ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট