হোম > সারা দেশ > শরীয়তপুর

টানা বৃষ্টিতে দেবে গেছে শরীয়তপুর-নড়িয়া সড়ক, যানচলাচল বন্ধ

শরীয়তপুর প্রতিনিধি

কয়েক দিনের টানা ভারী বর্ষণে শরীয়তপুর-নড়িয়া সড়কের অর্ধেকের বেশি অংশ দেবে গেছে। এতে সড়কটি দিয়ে যানচলাচল বন্ধ হয়ে গেছে। দুর্ঘটনা এড়াতে সোমবার দুপুরের পর সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ করে দেয় জেলা সড়ক ও জনপদ বিভাগ। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। 

স্থানীয় এবং জেলা সড়ক ও জনপদ বিভাগ বলছে, শরীয়তপুর-নড়িয়া সড়কের প্রেমতলা চৌরাস্তা মোড় এলাকায় সড়কের দু-পাশের পয়োনিষ্কাশনের জন্য ২০-২৫ বছর আগের শরীয়তপুর পৌরসভার একটি ড্রেন ছিল। গত কয়েক দিনের টানা বৃষ্টির ফলে রোববার রাতে ড্রেনটি ভেঙে সড়কটির অধিকাংশ দেবে বড় গর্ত হয়ে যায়। পরবর্তীতে সড়কটি দিয়ে যানচলাচল বন্ধ করে দেয় সড়ক বিভাগ। 

সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে এ রুটে চলাচলকারী যানবাহন ও যাত্রী সাধারণ। ছোট যানবাহন প্রেমতলা-বাঘিয়া সড়ক ব্যবহার করে নড়িয়া-শরীয়তপুর যাতায়াত করছে। 

এ বিষয়ে জেলা সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মাহমুদুর রহমান রাসেল আজকের পত্রিকাকে বলেন, ‘টানা ভারী বর্ষণের ফলে পানির চাপ বেড়ে যাওয়ায় সড়কের নিচের পুরোনো ড্রেনটি ভেঙে যায়। ফলে সড়কটির অধিকাংশ দেবে যায়। দুর্ঘটনায় এড়াতে সড়কটি দিয়ে যানচলাচল বন্ধ রাখা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘আপাতত দেবে যাওয়া অংশে বেইলি প্লেট বসিয়ে যানচলাচল স্বাভাবিক করা হবে। তার জন্য আমরা কাজ শুরু করে দিয়েছি। পরবর্তীতে সেখানে স্থায়ী কালভার্ট নির্মাণের জন্য প্রস্তাব করা হবে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন