হোম > সারা দেশ > ঢাকা

হাতিরঝিল-পান্থকুঞ্জ রক্ষার মানববন্ধনে বাগ্‌বিতণ্ডা

আজকের পত্রিকা ডেস্ক­

হাতিরঝিল-পান্থকুঞ্জ রক্ষায় মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

হাতিরঝিল প্রকল্প ও পান্থকুঞ্জ পার্ক রক্ষার দাবিতে করা মানববন্ধনে আন্দোলনকর্মী ও এক্সপ্রেসওয়ের ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়েছে। আজ রোববার কারওয়ান বাজার রেলক্রসিং-সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে এ ঘটনা ঘটে। বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন।

কারওয়ান বাজার রেলক্রসিংয়ের কাছে এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে। মানববন্ধনকারীরা অভিযোগ করেছেন, তাঁদের অবস্থান কর্মসূচির ফলে কাজের ব্যাঘাত ঘটছে এমন কথা বলে ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তারা প্রথমে ওপরে কাজের জায়গা থেকে বিদ্রূপ ও গালাগাল করতে থাকেন।

একপর্যায়ে এক কর্মকর্তা নিচে এসে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়ক আমীরুল রাজিবের সঙ্গে বিতণ্ডায় জড়ান।

এ বিষয়ে আমীরুল রাজিব বলেন, ‘চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ওপর থেকে আমাদের অশ্রাব্য ভাষায় গালাগাল করেছেন। এখানে সমাবেশ করতে পারব, এটা তো আমাদের নাগরিক অধিকার। আমরা তাঁদের কাজে কোনো বাধা দিইনি। শুধু আবেদন জানাতে এসেছি যে পান্থকুঞ্জ-হাতিরঝিল ধ্বংস করে এফডিসি থেকে পলাশী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কের পরিকল্পনা বাতিল করতে হবে।’

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও নগর পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান, প্রাণ-প্রকৃতি-পরিবেশ-প্রতিবেশ রক্ষা কমিটির আহ্বায়ক ইবনুল সাঈদ রানা, বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের সহসমন্বয়ক নয়ন সরকার প্রমুখ।

আদিল মুহাম্মদ খান সাংবাদিকদের বলেন, ‘এই প্রকল্প সব পরিবেশ আইন, জলাধার সংরক্ষণ আইনের সঙ্গে সাংঘর্ষিক। এই প্রকল্পের জন্য পান্থকুঞ্জ পার্কটিকে ধ্বংস করা হয়েছে এবং হাতিরঝিল জলাধার ধ্বংস করা হচ্ছে। আমরা আশা করেছিলাম, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই সংযোগ সড়কের প্রকল্প বাতিল করবে। জলাধার দিবসে সরকারি সংস্থাগুলোর দায়িত্ব ছিল এখানে এসে দাঁড়ানোর। এই যে জনগণের মালিকানার জলাধার ভরাট করা হয়েছে, তা তারা দেখতে পেত। তা না করে তারা চার দেয়ালের ভেতরে বসে অনুষ্ঠান করছে।’

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার