দশ দফা দাবিতে আন্দোলনে নেমেছে ঢাকার সিএনজি অটোরিকশা চালক সংগ্রাম পরিষদ। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এসব দাবি তুলে ধরা হয়।
তাঁদের দাবির মধ্যে রয়েছে-ঢাকার অটোরিকশা চালকদের নিবন্ধন দেওয়ার নামে ৩ হাজার ১৯৬ জন চালকের কাছ থেকে আবেদনসহ ৫০ টাকা করে সংগ্রহ করা হয়েছ, এর দ্রুত বাস্তবায়ন করতে হবে; ইয়েস পার্কিং না দেওয়ার আগে নো পার্কিং বন্ধ রাখতে হবে; ঢাকায় আরও পরিবেশবান্ধব টয়লেট নির্মাণ করতে হবে, এ ক্ষেত্রে প্রতিটি উড়াল সেতুর নিচে পড়ে থাকা জায়গাকে বেছে নেওয়ার দাবি তাঁদের; মহাসড়কগুলোতে দুর্ঘটনা কমাতে আধুনিক ডিভাইডার তৈরি করতে হবে; দুর্ঘটনা কমাতে জেব্রা ক্রসিং স্পিড ব্রেকারসহ রাস্তার সব অ্যারো চিহ্ন দৃশ্যমান ও রঙিন করতে হবে; রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ শেষে তা গাড়ি চালানোর উপযোগী করে রাখতে হবে।
মানববন্ধনে জানানো হয়, এই দাবি না মানলে সড়ক ও সেতুমন্ত্রীর কাছে তাঁরা স্মারকলিপি দেবেন। তাতেও কাজ না হলে ঢাকা অবরোধের মতো কঠোর কর্মসূচির হুমকি দেওয়া হয় মানববন্ধন থেকে।
সংগ্রাম পরিষদের আহ্বায়ক শেখ হানিফ আজকের পত্রিকাকে জানান, রাজধানীকে বাসযোগ্য ও আরামদায়ক করতে হলে সিএনজি চালকদেরকেও গুরুত্ব দিতে হবে। নতুন চালকদের ট্রাফিক আইন বিষয়ক প্রশিক্ষণ দিতে হবে। নাগরিক হিসেবে প্রাপ্ত মর্যাদার স্বীকৃতি দিতে হবে।