হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় ট্রেনের ধাক্কায় গাড়িচালক নিহত

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় ট্রেনের ধাক্কায় মো. সানি (২০) নামের একজন গাড়িচালক নিহত হয়েছেন। উত্তরার ৪ নম্বর সেক্টরের ১০ নম্বর সড়কসংলগ্ন জামতলা রেলগেট এলাকায় গতকাল বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর সানিকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাত ২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত গাড়িচালকের বাড়ি পটুয়াখালী জেলায়। নিহত সানির ভাবি সোনিয়া বলেন, ‘জামতলা রেলগেট পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রেন সানিকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এ বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। মরদেহ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।’

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান