রাজধানীর খিলগাঁও ঝিলপাড়ের একটি বাসার মালামাল সরানোর সময় বিদ্যুতায়িত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম এসহাক হাওলাদার (৬০)।
আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে থানা-পুলিশ। এরপর চিকিৎসক বিকেল পৌনে ৪টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম বলেন, ‘এসহাক শ্রমিকের কাজ করতেন। আজকে তিনি খিলগাঁও ঝিলপাড়ে এক পরিবারের বাসা পাল্টানোর কাজ করছিলেন। দুপুর পৌনে ১২টার দিকে ওই বাসায় স্টিলের আলমারি সরানোর সময় বিদ্যুতের তারের সঙ্গে হাত লেগে তিনি বিদ্যুতায়িত হন। দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে মারা যান তিনি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’
এসহাকের ভাতিজা কামরুল ইসলাম জানান, তাঁদের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার বিল্লগ্রামে। বর্তমানে তাঁর চাচা খিলগাঁও তালতলা মার্কেটের পেছনে ভাড়া থাকতেন। আজ বাসা পাল্টানোর কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হন।