হোম > সারা দেশ > ঢাকা

রেলক্রসিংয়ে আটকে গেল পিকআপ, সরাতে মহাযজ্ঞ

শ্যামপুর-কদমতলী প্রতিনিধি

রাজধানী ঢাকায় প্রবেশে ব্যস্ততম এলাকা জুরাইন। জুরাইন রেলগেটকে ঘিরে জটলা লেগে থাকে সব সময়ই। আজ সোমবার রাত ৮টার দিকে জুরাইন রেলক্রসিংয়ে একটি পিকআপ আটকে যায়। রেললাইনের দুই স্ল্যাবের মাঝের গর্তে পিকআপের চাকা আটকে যাওয়ায় অনেক চেষ্টা করেও চালক সেটি সরাতে পারেননি। 

এদিকে রেললাইন। যেকোনো সময় চলে আসতে পারে ট্রেন। সেই ভয়ও কাজ করছে আশপাশের সবার মধ্যে। পরে রেকার লাগিয়ে, পুলিশ-জনগণ ধাক্কা দিয়ে পিকআপটিকে রেলক্রসিং পার করে দূরে নিয়ে যায়। দুর্ঘটনা থেকে রক্ষা পায় পিকআপটি। যদিও আগেই কমলাপুর রেলস্টেশনে ফোন করে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল এই রুটের রেল চলাচল। পরে পিকআপটি সরিয়ে নিয়ে চেল চলাচল স্বাভাবিক করা হয়। 

স্থানীয়রা জানান, জুরাইন রেলক্রসিংয়ের মাটি সরে যাওয়ায় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে বিভিন্ন যানবাহনকে। রাত ৮টার দিকে পিকআপটি রেলক্রসিংয়ে আটকে গেলে রেকার লাগায় পুলিশ। পরে রেকারের সঙ্গে সঙ্গে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) বিপ্লব ভৌমিকসহ সার্জেন্ট রিয়াজ উদ্দিন মোল্লা, সার্জেন্ট আব্দুল্লাহ, ট্রাফিক মো. আসলাম, মো. নাসিম, নাজিমসহ আশপাশের স্থানীয় জনগণের সহায়তা নিয়ে পিকআপটি ধাক্কা দিয়ে রেল লাইন পার করে। 

এব্যপারে টিআই বিপ্লব ভৌমিক আজকের পত্রিকাকে বলেন, পিকআপটি হঠাৎ রেললাইনে আটকে যায়। অনেক চেষ্টা করেও চালক গাড়িটি নিয়ে রেললাইন ক্রস করতে পারছিলনা। পরে অবস্থা বেগতিক দেখে রেকার ও জনগণের সহায়তায় আমরা ধাক্কা দিয়ে গাড়িটি নিরাপদে নিয়ে যাই। তাৎক্ষণিক ফোন করে কমলাপুর রেলওয়ে স্টেশন কন্ট্রোল রুমে অবগত করে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ করা হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। 

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি

এনআইডি জালিয়াতি করে কোটি টাকা আয়ের অভিযোগে ইসির কর্মচারী গ্রেপ্তার

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯