রাজধানী ঢাকায় প্রবেশে ব্যস্ততম এলাকা জুরাইন। জুরাইন রেলগেটকে ঘিরে জটলা লেগে থাকে সব সময়ই। আজ সোমবার রাত ৮টার দিকে জুরাইন রেলক্রসিংয়ে একটি পিকআপ আটকে যায়। রেললাইনের দুই স্ল্যাবের মাঝের গর্তে পিকআপের চাকা আটকে যাওয়ায় অনেক চেষ্টা করেও চালক সেটি সরাতে পারেননি।
এদিকে রেললাইন। যেকোনো সময় চলে আসতে পারে ট্রেন। সেই ভয়ও কাজ করছে আশপাশের সবার মধ্যে। পরে রেকার লাগিয়ে, পুলিশ-জনগণ ধাক্কা দিয়ে পিকআপটিকে রেলক্রসিং পার করে দূরে নিয়ে যায়। দুর্ঘটনা থেকে রক্ষা পায় পিকআপটি। যদিও আগেই কমলাপুর রেলস্টেশনে ফোন করে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল এই রুটের রেল চলাচল। পরে পিকআপটি সরিয়ে নিয়ে চেল চলাচল স্বাভাবিক করা হয়।
স্থানীয়রা জানান, জুরাইন রেলক্রসিংয়ের মাটি সরে যাওয়ায় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে বিভিন্ন যানবাহনকে। রাত ৮টার দিকে পিকআপটি রেলক্রসিংয়ে আটকে গেলে রেকার লাগায় পুলিশ। পরে রেকারের সঙ্গে সঙ্গে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) বিপ্লব ভৌমিকসহ সার্জেন্ট রিয়াজ উদ্দিন মোল্লা, সার্জেন্ট আব্দুল্লাহ, ট্রাফিক মো. আসলাম, মো. নাসিম, নাজিমসহ আশপাশের স্থানীয় জনগণের সহায়তা নিয়ে পিকআপটি ধাক্কা দিয়ে রেল লাইন পার করে।