হোম > সারা দেশ > ঢাকা

ডাক্তার পদবি ব্যবহার করতে চান হোমিওপ্যাথিকেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নামের আগে ‘ডাক্তার’ লেখার অধিকারসহ ১১ দফা দাবিতে আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ হোমিওপ্যাথিক ছাত্র অধিকার সংগঠন। 

সম্প্রতি হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার বেআইনি ঘোষণা করেন হাইকোর্ট। এর পরিপ্রেক্ষিতেই ১১ দফা দাবি জানিয়েছে সংগঠনটি। নামের আগে ডাক্তার পদবি ব্যবহার ছাড়াও এ দাবিগুলোর মধ্যে রয়েছে কনডেন্স কোর্স চালু করা, ডিএইচএমএস কোর্সের মানোন্নয়ন, কল্যাণকর হোমিওপ্যাথিক আইন প্রতিষ্ঠা, হোমিওপ্যাথিক কাউন্সিল প্রতিষ্ঠা, সব সরকারি হাসপাতালে আলাদা হোমিওপ্যাথিক ইউনিট তৈরি, হোমিওপ্যাথিক কলেজগুলোতে শিক্ষকদের গুণগত মান বৃদ্ধি, গবেষণাগার প্রতিষ্ঠা ও স্বাস্থ্য খাতে ৪৫ শতাংশ হোমিওপ্যাথির জন্য বরাদ্দ ইত্যাদি। 

মানববন্ধনে বক্তারা বলেন, ‘দেশের ৪০ শতাংশ মানুষ হোমিওপ্যাথি সেবা নেন। মামলায় হোমিওপ্যাথিক বোর্ডসহ হোমিওপ্যাথিক সমাজের কোনো চিকিৎসককে পক্ষ বা বিপক্ষ করেনি। আত্মপক্ষ সমর্থনের জন্য ডাকা হয়নি। আদালত স্বতঃপ্রণোদিত হয়ে ওই আদেশ দিয়েছেন, যা হোমিওপ্যাথিক আইনের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।’ বক্তারা আরও বলেন, ‘হোমিওপ্যাথিক বিষয়ে আলাদা আইন আছে। এর নাম, দ্যা বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অরডিন্যান্স ১৯৮৩। এ আইনের ৩৩-এর এ ধারা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সেকশন ২ অনুসারে হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করা বৈধ।’ 

বাংলাদেশ হোমিওপ্যাথিক ছাত্র অধিকার সংগঠনের সভাপতি আরমান হোসাইন বলেন, ‘আমরা বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী ৪ বছর ৬ মাস কলেজে লেখাপড়া করে সরকারি সকল ফিস পরিশোধ করে রেজিস্ট্রেশন নিয়ে নামের আগে কেন ডাক্তার লিখতে পারব না? পেশাগত জীবনে আমরা আমাদের যোগ্যতার প্রমাণ রাখতে চাই।’ তিনি বলেন, ‘ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফ্রিকাসহ বিভিন্ন দেশে হোমিওপ্যাথিক চিকিৎসকেরা আইনগতভাবে নামের আগে ডাক্তার পদবি ব্যবহারের অধিকার রাখেন। কিন্তু রায়ের কপিতে লেখে না বলে আদালতে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। আমি আশা করি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিলের মাধ্যমে আমাদের অধিকার ফিরে আসবে।’ 

মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় ও সচিবালয়ে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু