হোম > সারা দেশ > ঢাকা

ঘর থেকে যুবকের লাশ উদ্ধার, স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় নিজের ঘর থেকে মমিনুর রহমান মনু (২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে থানায় নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আশুলিয়ার দূর্গাপুর পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব সাহা। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মনুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। নিহতের বাবা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

মমিনুর রহমান মনু রংপুর গঙ্গাচরা থানার রাজবল্লভ গ্রামের একরামুল হকের ছেলে। স্ত্রী নাজমা আক্তারকে (২৩) নিয়ে দূর্গাপুরের ভাড়া বাসায় বসবাস করে শ্রমিক হিসেবে একটি পোশাক কারখানায় কাজ করতেন। নাজমা আশুলিয়ার দোসাইদ এলাকার মেফতাজউদ্দিনের মেয়ে। তাঁদের আড়াই বছর বয়সের মেয়ে সন্তান রয়েছে।

নিহতের বাবা একরামুল জানান, একরামুল আজ সকালেই ছেলেকে দেখতে আশুলিয়ায় আসেন। পরে নাতনিকে নিয়ে বাইরে থেকে ঘুরে এসে দেখেন ছেলের ঘর ভেতর থেকে বন্ধ। পরে ছেলে ও পুত্রবধূকে অনেকক্ষণ ডাকাডাকি করলেও কেউ দরজা খোলেননি।

প্রায় ঘণ্টা খানেক পর নাজমা দরজা খোলেন বলে জানান একরামুল। তিনি বলেন, ‘ঘরে গিয়ে দেখি আমার ছেলের লাশ বিছানায় পড়ে আছে। পরে থানায় খবর দিই। প্রায় ছয় বছর আগে প্রেম করে বিয়ে করেছিল তারা। নাজমা সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকত। ছেলের সঙ্গে বেশ কিছুদিন ধরে পুত্রবধূর কলহ চলছিল।’

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯