হোম > সারা দেশ > ঢাকা

ঘর থেকে যুবকের লাশ উদ্ধার, স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় নিজের ঘর থেকে মমিনুর রহমান মনু (২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে থানায় নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আশুলিয়ার দূর্গাপুর পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব সাহা। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মনুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। নিহতের বাবা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

মমিনুর রহমান মনু রংপুর গঙ্গাচরা থানার রাজবল্লভ গ্রামের একরামুল হকের ছেলে। স্ত্রী নাজমা আক্তারকে (২৩) নিয়ে দূর্গাপুরের ভাড়া বাসায় বসবাস করে শ্রমিক হিসেবে একটি পোশাক কারখানায় কাজ করতেন। নাজমা আশুলিয়ার দোসাইদ এলাকার মেফতাজউদ্দিনের মেয়ে। তাঁদের আড়াই বছর বয়সের মেয়ে সন্তান রয়েছে।

নিহতের বাবা একরামুল জানান, একরামুল আজ সকালেই ছেলেকে দেখতে আশুলিয়ায় আসেন। পরে নাতনিকে নিয়ে বাইরে থেকে ঘুরে এসে দেখেন ছেলের ঘর ভেতর থেকে বন্ধ। পরে ছেলে ও পুত্রবধূকে অনেকক্ষণ ডাকাডাকি করলেও কেউ দরজা খোলেননি।

প্রায় ঘণ্টা খানেক পর নাজমা দরজা খোলেন বলে জানান একরামুল। তিনি বলেন, ‘ঘরে গিয়ে দেখি আমার ছেলের লাশ বিছানায় পড়ে আছে। পরে থানায় খবর দিই। প্রায় ছয় বছর আগে প্রেম করে বিয়ে করেছিল তারা। নাজমা সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকত। ছেলের সঙ্গে বেশ কিছুদিন ধরে পুত্রবধূর কলহ চলছিল।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট