অন্য ফসলের তুলনায় বেশি দাম পাওয়ায় রাজবাড়ীতে পেঁয়াজ বীজ চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। জেলায় উৎপাদিত পেঁয়াজ বীজ গুণে ও মানে উৎকৃষ্ট। ফলন ও বাজারে দাম ভালো পাওয়ায় পেঁয়াজের বীজ চাষে লাভের স্বপ্ন দেখছেন চাষিরা। আর কৃষি বিভাগ বলছে, চলতি মৌসুমে জেলায় ৮০ কোটি টাকার পেঁয়াজ বীজ বিক্রি করতে পারবেন চাষিরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জেলার পাঁচ উপজেলার মাঠে মাঠে এখন শোভা পাচ্ছে পেঁয়াজ বীজের সাদা ফুল। কৃষকদের কাছে এটি ‘কালো সোনা’ হিসেবে পরিচিত। আর কয়েক সপ্তাহ পরেই মাঠ থেকে ঘরে আসবে এই পেঁয়াজ বীজ। যে কারণে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা।
চাষিরা বলছেন, এক বিঘা জমিতে পেঁয়াজ বীজের আবাদ করতে খরচ পড়ে ৫০-৬০ হাজার টাকা। আর বিঘা প্রতি পেঁয়াজ বীজ উৎপাদন হয় ২ মণের বেশি যা ২ লাখ টাকা বিক্রি হয়। খরচ বাদে লাভ থাকে দ্বিগুণ। এ বছর লালতীর, হাইব্রিড, সুলতানা জাতের পেঁয়াজ বীজের আবাদ করেছেন চাষিরা। প্রাকৃতিক দুর্যোগ না হলে পেঁয়াজ বীজ বিক্রি করে এ বছর লাভের মুখ দেখবেন তাঁরা।
একই এলাকার আরেক চাষি নব কুমার বিশ্বাস বলেন, ‘আট থেকে দশ বছর ধরে আমি পেঁয়াজ বীজের আবাদ করে থাকি। খরচ বাদে প্রতি বছরই লাভ থাকে। এক বিঘা জমিতে পেঁয়াজ বীজ আবাদে খরচ হয় ৪০-৫০ হাজার টাকা। বিঘায় ফলন হয় ২ মণ যা বিক্রি হয় দেড় থেকে দুই লাখ টাকা। এই ফসল চাষে আমরা লাভবান হচ্ছি।’
কৃষি বিভাগের তথ্যমতে, এ বছর ১৭২ হেক্টর জমিতে পেঁয়াজের বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গত বছর ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সময় মতো চাষিরা পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য পেঁয়াজ বীজ রোপণ করতে পারেননি। যার ফলে চলতি মৌসুমে জেলায় ১৪৩ হেক্টর জমিতে পেঁয়াজ বীজের আবাদ করা হয়েছে।