হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ১৩

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

রাজধানীর উত্তরায় ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত উত্তরা পশ্চিম থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শুকুর আলী (২৯), কালু মিয়া (৩০), সজীব মিয়া (২৮), রমজান হোসেন (২২), সুমন ইসলাম (২১), সাকিব আল হাসান (২০), রাসেল মিয়া (২৪), মো. আশাদুল (২০), আল আমিন (২২), শাকিল রহমান (২২), গোলাম রাব্বি (১৯), মো. মোস্তফা (১৯) ও কৈলাশ রায় (৪৪)।

গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে দুটি চাপাতি, একটি চাকু, দুটি রড ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে।

ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, উত্তরার স্লুইসগেট, আব্দুল্লাহপুর, হাউস বিল্ডিং ও বিএনএস সেন্টার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে সাতজনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে একটি মামলা হয়েছে। বাকি ছয়জন পূর্বের একটি ডাকাতি মামলার আসামি এবং এবার ছিনতাইয়ের চেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দুটি পৃথক মামলায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মঙ্গলবার সকালে তাঁদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব