হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ১৩

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

রাজধানীর উত্তরায় ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত উত্তরা পশ্চিম থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শুকুর আলী (২৯), কালু মিয়া (৩০), সজীব মিয়া (২৮), রমজান হোসেন (২২), সুমন ইসলাম (২১), সাকিব আল হাসান (২০), রাসেল মিয়া (২৪), মো. আশাদুল (২০), আল আমিন (২২), শাকিল রহমান (২২), গোলাম রাব্বি (১৯), মো. মোস্তফা (১৯) ও কৈলাশ রায় (৪৪)।

গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে দুটি চাপাতি, একটি চাকু, দুটি রড ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে।

ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, উত্তরার স্লুইসগেট, আব্দুল্লাহপুর, হাউস বিল্ডিং ও বিএনএস সেন্টার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে সাতজনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে একটি মামলা হয়েছে। বাকি ছয়জন পূর্বের একটি ডাকাতি মামলার আসামি এবং এবার ছিনতাইয়ের চেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দুটি পৃথক মামলায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মঙ্গলবার সকালে তাঁদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা