হোম > সারা দেশ > ঢাকা

রবীন্দ্রসরবোর থেকে এক মেরিন ইঞ্জিনিয়ারের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডিতে রবীন্দ্রসরোবরের ভেতর থেকে শাহাদত হোসেন মজুমদার (৫১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন।

শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ধানমন্ডি থানার পুলিশ রবীন্দ্রসরোবরের ভেতরে পায়ে হাঁটার রাস্তা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ভোরের দিকে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম আলী মিয়া জানান, রাতে খবর পেয়ে রবীন্দ্রসরোবরের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পেশায় তিনি মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি কলাবাগানের ভূতের গলি এলাকায় থাকতেন। গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জে।

ওসি আরও জানান, মৃত ব্যক্তির শরীরে ছুরির আঘাতের চারটি দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনি মারা গেছেন। অন্য কোনো ঘটনা আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা