চট্টগ্রামের লোহাগাড়ায় জানে আলম হত্যা মামলায় খালাসের পরও আবুল কাশেমকে সাত বছর ধরে কনডেম সেলে রাখায় হ্যাবিয়াস করপাস (বন্দী প্রদর্শন) আবেদন করা হয়েছে। সেই সঙ্গে রায়ের পরও মুক্তি না দেওয়ার ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে।
আজ বৃহস্পতিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বশির উল্লাহর বেঞ্চে এ আবেদন করেন আইনজীবী শিশির মনির। আগামী রোববার এ আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন আইনজীবী শিশির মনির। তখন আদালত তাঁকে লিখিত আবেদন করতে বলেন।
উল্লেখ্য, হ্যাবিয়াস করপাস রিটকে বাংলায় বন্দী প্রদর্শনের আবেদন বলা হয়। ‘হ্যাবিয়াস করপাস’ লাতিন কথাটির অর্থ হলো ‘সশরীরে উপস্থিত করে দেখাও’। অর্থাৎ বন্দী ব্যক্তিকে সশরীরে আদালতে হাজির করা। বাংলাদেশের সংবিধানের ১০২ অনুচ্ছেদ প্রদত্ত ক্ষমতা বলে হাইকোর্টে এই রিট করা যায়। মৌলিক মানবাধিকার সুরক্ষায় এটিকে অত্যন্ত শক্তিশালী একটি আইনি অধিকার বলে মনে করা হয়।