হোম > সারা দেশ > ঢাকা

রিজভীর বিরুদ্ধে হিরো আলমের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মানহানির অভিযোগে ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম আগামী ২৬ অক্টোবর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেন। 

হিরো আলমের আইনজীবী আব্দুল্লাহ আল মনসুর রিপন আজকের পত্রিকাকে বলেন, হিরো আলমের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ দিন ধার্য ছিল। কিন্তু ডিবি প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন। 

গত ৭ আগস্ট হিরো আলম আদালতে মামলা করলে আদালত ডিবিকে তদন্তের দায়িত্ব দেন। 

মামলায় হিরো আলম উল্লেখ করেন, রিজভীর কথায় তিনি সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁর মানহানি হয়েছে। তাঁর ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকা। গত ১৮ জুলাই রুহুল কবির রিজভী রাজশাহী নগরীর ভুবন মোহন শহীদ মিনার পার্কে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে হিরো আলমকে নিয়ে মন্তব্য করেন। মন্তব্যে তিনি বলেন, ‘হিরো আলম অর্ধ পাগল, অর্ধ শিক্ষিত একটা লোক, সে নির্বাচন করছে, মানে রুচি কতটা বিকৃত হলে এরা এ কাজ করতে পারে।’ রিজভীর  ওই বক্তব্য গত ৫ আগস্ট সকালে তিনি ইউটিউবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পান। সেটা দেখার পরে তিনি মামলা করার সিদ্ধান্ত নেন।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট