হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, আগুন, পাল্টাপাল্টি ধাওয়া

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরার আজমপুর থেকে হাউজবিল্ডিং পর্যন্ত এবং রাজলক্ষ্মী থেকে আজমপুর পর্যন্ত এলাকায় অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। বর্তমানে উত্তরা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আজ রোববার বেলা ১১টার পর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা এলাকায় যান চলাচল করতে দেখা যায়নি। 

সরেজমিনে দেখা যায়, উত্তরার উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ, ৮ নম্বর সেক্টর হয়ে আলাউল অ্যাভিনিউ সড়ক, জমজম টাওয়ার থেকে হাউজবিল্ডিং এলাকা হয়ে আজমপুর রেলগেট থেকে বিএনএস সেন্টারের সামনের মহাসড়কে হাজারো শিক্ষার্থী অবস্থান নেন। মহাসড়কে পুলিশ না থাকলেও উত্তরা পূর্ব থানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

দুপুর ১২টার দিকে উত্তরা পূর্ব থানার সামনে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অন্য নেতা-কর্মীরা অবস্থান নেন। পরে সেখানে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। সেই সঙ্গে আজমপুর এলাকার সড়কে অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা। 

দুপুর সোয়া ১২টার দিকে একজনকে আহত অবস্থায় কয়েজন ছাত্র ধরাধরি করে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে, আরেকজনকে রিকশায় করে ৭ নম্বর সেক্টরের হাসপাতালের দিকে নিয়ে যেতে দেখা যায়। 

রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিক্ষোভকারীরা। উত্তরার বিএনএস সেন্টারের উভয় পাশে রোববার বেলা ১১টার দিকে অবস্থান নিয়ে রাস্তা বন্ধ করে দেন তাঁরা। তবে মহাসড়কে পুলিশ ও আওয়ামী লীগের উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় তেমন একটা লক্ষ করা যায়নি।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক