হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে দুই কলেজছাত্রকে কুপিয়ে জখম

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের রাজৈরে সৌরভ মাতুব্বর (১৮) ও নাঈম শেখ (১৮) নামের দুই কলেজছাত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সন্ধ্যায় রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তাঁরা মস্তফাপুর বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তাঁরা এখন মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। জানা গেছে, সৌরভ ও নাঈম শেখের বাড়ি সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায়। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ইফতারের আগে সৌরভ ও কয়েকজন বন্ধু নিয়ে উপজেলার নয়াবাড়ি এলাকায় ঘুরতে আসেন। ইফতারের সময় হলে তাঁরা ওই এলাকার একটি খোলা মাঠে ইফতার করার প্রস্তুতি নেন। এ সময় ওই এলাকার স্থানীয় একটি যুবকের সঙ্গে সৌরভের কথা-কাটাকাটি ও সংর্ঘষের ঘটনা ঘটে। এ সময় সৌরভ ও নাঈম আহত হন। পরে দুজনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

মাদারীপুর জেলা সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মো. ফয়জুর রহমান বলেন, ‘সৌরভের মাথায় ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নাঈমেরও ঘারে রয়েছে ছোট আঘাতের দাগ। দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।’ 

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, এখনো এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘সদর থানার মধ্যে কোন ঘটনা ঘটেনি। তবে যারা আহত হয়েছে তাদের দুইজনের বাড়ি সদর থানার মধ্যে। ভুক্তভোগীদের যদি কোন অভিযোগ থাকে তাহলে তা রাজৈর থানায় দিতে হবে।’

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাবের পোশাকে ডাকাতির নাটক করে লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার

মতিঝিলে ছিনতাইকারীর কবলে ইডেনের ছাত্রী

হাদিকে গুলি: সন্দেহভাজনের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা ডিএমপির

কেরানীগঞ্জে মার্কেটে আগুন: জ্বলছে কোটি টাকার দোকান, নির্বাক তাকিয়ে সালাম-সোহেল

কেরানীগঞ্জে জাবালে নূর সুপার মার্কেটে আগুন, উদ্ধার ৪২