হোম > সারা দেশ > ঢাকা

বাংলাদেশ নারকোটিক্স কন্ট্রোল সার্ভিস অ্যাসোসিয়েশনের নির্বাচন ১৮ মে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ নারকোটিক্স কন্ট্রোল সার্ভিস অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৮ মে। সংস্থাটির অতিরিক্ত পরিচালক ও প্রধান নির্বাচন কমিশনার মো. আহসানুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে এই তফসিল ঘোষণা করা হয়েছে। 

২০২৩-২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনকে সামনে রেখে গত ২৭ থেকে ৩০ এপ্রিল বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আগামী ৭ মে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে এবং ৯ মে মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ। চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১১ মে।

এবার মাদকদ্রব্য অধিদপ্তর অ্যাসোসিয়েশনের নির্বাচনের জন্য বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থীরা আলোচনায় এসেছেন। তাদের মধ্যে সভাপতি পদে মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক পদের জন্য আলোচনায় আছেন শামীম হোসেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা) পদে রাজিব মিনা, মহিলা বিষয়ক সম্পাদক পদে উর্মি দে, কোষাধ্যক্ষ পদে মো. আনোয়ার হোসেন, কার্যকরী সদস্য পদে মো. বাহাউদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক পদে মোহা. জিললুর রহমান।

উচ্চ শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক পদে জনাব সুব্রত সরকার শুভ, প্রচার সম্পাদক পদে জনাব কাশফিয়া আলম, আইসিটি সম্পাদক পদে মো. মেহেদী হাসান, আইন সম্পাদক পদে জনাব মো. লোকমান হোসেন, দপ্তর সম্পাদক পদে রাহুল সেন, সিনিয়র সহ সভাপতি পদে দুলাল সাহা, সহ সভাপতি পদে জনাব শামীম আহমেদ। 

জানা যায়, সর্বশেষ মাদকদ্রব্য অধিদপ্তর অ্যাসোসিয়েশনের নির্বাচন হয় ২০১৭ সালের ডিসেম্বরে। দুই বছরের জন্য নির্বাচিত করা হয়েছিল।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন