সাভারের আশুলিয়ায় একটি ফুটওভারব্রিজ থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ২টার দিকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) সংলগ্ন ফুটওভারব্রিজ থেকে নবজাতকটির মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ফুটওভারব্রিজে চলাচলকারীদের পলিথিন মোড়ানো বস্তু দেখে সন্দেহ হলে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাদরুজ জামান বলেন, ‘স্থানীয়দের খবরের ভিত্তিতে ওভারব্রিজ থেকে পলিথিনে মোড়ানো নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, দু-এক দিন আগে এখানে কেউ ফেলে গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’