হোম > সারা দেশ > টাঙ্গাইল

গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, কসাই আটক

টাঙ্গাইল প্রতিনিধি 

মধুপুরের বনে ঘোড়াগুলো পায় পুলিশ। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের মধুপুরে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে আজাদ আলী (৫৫) নামের এক কসাইকে আটক করা হয়েছে। আজ শুক্রবার (২৭ জুন) সকালে উপজেলার রসুলপুর থানার বাইদ এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আজাদ আলীর বাড়ি জামালপুর জেলার তুলসীপুর গ্রামে।

মধুপুর থানার অড়নখোলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিমল চন্দ্র জানান, কসাই আজাদ আলী জামালপুরের তুলসীপুর বাজারের একজন নিয়মিত কসাই। তাঁকে এক হাজার টাকা মজুরির বিনিময়ে গাজীপুরের কয়েকজন ঘোড়া বিক্রেতা তুলসীপুর থেকে মধুপুরের বন এলাকায় নিয়ে আসেন। তাঁরা তাঁকে দিয়ে রাতে তিনটি ঘোড়া জবাই করে মাংস বিক্রির জন্য প্রসেস করেন। আজ সকালে মাংস বিক্রির জন্য কসাই আজাদ আলী এদিক-সেদিক ঘোরাফেরা করতে থাকলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে খবর পেয়ে পুলিশ তাঁকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৮-৯ জন ঘোড়া ব্যবসায়ী পালিয়ে যান। সাতটি জীবন্ত ঘোড়াকে থানায় আনা হয়। এ ছাড়া ঘোড়া জবাই করা কিছু মাংস ও মাংস প্রস্তুত করার যন্ত্রপাতি জব্দ করা হয়। পুলিশ জানায়, আজাদ আলী ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রির কথা স্বীকার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে জেলহাজতে পাঠানো হবে।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার