হোম > সারা দেশ > ঢাকা

তুরাগে বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর তুরাগে বাসা থেকে খাদিজা আক্তার (১৪) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে একটি পোশাক কারখানায় কাজ করত। 

তুরাগ থানাধীন পুরান বাজার এলাকার ৬ নম্বর সড়কের ৬ নম্বর হানিফ আলীর বাসা থেকে আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত ওই কিশোরী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার উত্তর রসুলপুর গ্রামের বাবুল মিয়ার মেয়ে। তুরাগের হানিফ আলীর ভাড়া বাড়িতে বাবা-মায়ের সঙ্গে দীর্ঘদিন যাবৎ ধরে বসবাস করে আসছিল। 

এলাকাবাসী জানিয়েছে, সম্প্রতি তার বাবা-মা খাদিজাকে ফুফু ও দাদির কাছে রেখে তাঁরা গ্রামে চলে যান। এদিকে খাদিজা একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করত। 

হঠাৎ করে আজ সকাল সাড়ে ৮টার দিকে খাদিজাকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলতে দেখে পরিবার। পরে পুলিশ খবর পেয়ে এসে তার মরদেহ উদ্ধার করে। পারিবারিক কোনো কোন্দলের কারণে সে আত্মহত্যা করেছে বলে দাবি এলাকাবাসীর। 

এ বিষয়ে তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মোহামেনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, এলাকাবাসীর দেওয়া খবরের ভিত্তিতে ভাড়া বাসা থেকে খাদিজা আক্তার নামে ১৪ বছর বয়সী এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

এসআই মোহামেনুর বলেন, তার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। এ ঘটনায় তুরাগ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট