হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর উত্তরখানে চুরি হওয়া অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

উদ্ধার করা অটোরিকশার যন্ত্রাংশ। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরখানে চুরি হওয়া অটোরিকশা উদ্ধারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১১ জানুয়ারি) উত্তরখানের চানপাড়া কাজীবাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে শুক্রবার (১০ জানুয়ারি) এক যুবকের ওই অটোরিকশা চুরি হয়।

গ্রেপ্তার আবদুস সালামের (২৫) বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিন্নিবাড়ী গ্রামে। তিনি বর্তমানে উত্তরখানের কাজীবাড়ি এলাকার রাজ্জাক মিয়ার বাড়িতে বাস করছেন।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, গত শুক্রবার (১০ জানুয়ারি) উত্তরখানের চানপাড়া এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদে জুমার নামাজ পড়তে যান মিলন বাবু (২০)। তিনি মসজিদের বাইরে তাঁর অটোরিকশাটি রেখে নামাজে অংশ নেন। নামাজ শেষে এসে দেখেন অটোরিকশাটি চুরি হয়ে গেছে।

এ ঘটনায় মিলন বাবুর বাবা আবু সামা মিঠু গতকাল শনিবার উত্তরখান থানায় একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহিদ হাসানের নেতৃত্বে পুলিশ অনুসন্ধান চালিয়ে চানপাড়া এলাকা থেকে চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার এবং এ ঘটনায় জড়িত আবদুস সালামকে গ্রেপ্তার করে।

ওসি জিয়াউর রহমান আরও জানান, চোরাই অটোরিকশাটির ব্যাটারি, চাকাসহ অন্যান্য যন্ত্রাংশ আলাদা অবস্থায় পাওয়া গেছে। সালাম এসব খুলে বিক্রির চেষ্টা করছিলেন। আজ রোববার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট