হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর উত্তরখানে চুরি হওয়া অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

উদ্ধার করা অটোরিকশার যন্ত্রাংশ। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরখানে চুরি হওয়া অটোরিকশা উদ্ধারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১১ জানুয়ারি) উত্তরখানের চানপাড়া কাজীবাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে শুক্রবার (১০ জানুয়ারি) এক যুবকের ওই অটোরিকশা চুরি হয়।

গ্রেপ্তার আবদুস সালামের (২৫) বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিন্নিবাড়ী গ্রামে। তিনি বর্তমানে উত্তরখানের কাজীবাড়ি এলাকার রাজ্জাক মিয়ার বাড়িতে বাস করছেন।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, গত শুক্রবার (১০ জানুয়ারি) উত্তরখানের চানপাড়া এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদে জুমার নামাজ পড়তে যান মিলন বাবু (২০)। তিনি মসজিদের বাইরে তাঁর অটোরিকশাটি রেখে নামাজে অংশ নেন। নামাজ শেষে এসে দেখেন অটোরিকশাটি চুরি হয়ে গেছে।

এ ঘটনায় মিলন বাবুর বাবা আবু সামা মিঠু গতকাল শনিবার উত্তরখান থানায় একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহিদ হাসানের নেতৃত্বে পুলিশ অনুসন্ধান চালিয়ে চানপাড়া এলাকা থেকে চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার এবং এ ঘটনায় জড়িত আবদুস সালামকে গ্রেপ্তার করে।

ওসি জিয়াউর রহমান আরও জানান, চোরাই অটোরিকশাটির ব্যাটারি, চাকাসহ অন্যান্য যন্ত্রাংশ আলাদা অবস্থায় পাওয়া গেছে। সালাম এসব খুলে বিক্রির চেষ্টা করছিলেন। আজ রোববার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি