হোম > সারা দেশ > মাদারীপুর

শ্বশুর বাড়ির কাঁঠাল গাছে ঝুলছিল যুবকের মরদেহ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে শ্বশুরবাড়ি থেকে নাইম হোসেন সাইম (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার ভোরে উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সরকার গ্রামে কাঁঠাল গাছ থেকে ফাঁস দেওয়া মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত নাইম ওই এলাকার মজিবর শিকদারের জামাতা ও গাজীপুরের কাপাসিয়া উপজেলার উজানি এলাকার মোরশেদ মুন্সীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নাইম প্রথম বিয়ের কথা গোপন রেখে গত এক বছর মজিবর শিকদারের মেয়ে রুবিয়াকে বিয়ে করেন। প্রথম স্ত্রীর কথা জানার পর রুবিয়ার সঙ্গে বিবাদ সৃষ্টি হয়। রুবিয়ার চাপে প্রথম স্ত্রীকে তালাকও দেন নাইম। পরে রুবিয়ার পরকীয়ায় জড়িয়েছে সন্দেহে দ্বন্দ্ব বাড়তে থাকে। গত এক মাস আগে বাবার বাড়ি চলে আসে রুবিয়া। এদিকে স্ত্রী ফিরে না আসায় রোববার রাতে শ্বশুর বাড়িতে যান নাইম। রাত ১১টার দিকে ফোনে স্ত্রীকে ঘরের দরজা খুলতে বললে দরজা না খুলে মোবাইল ফোন বন্ধ করে রাখেন।

পরে সকালে প্রতিবেশীরা বাড়ির পাশের কাঁঠালগাছে মরদেহ ঝুলতে দেখে। খবর পেয়ে পুলিশকে জানালে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়দের ধারণা স্ত্রী রাতে দরজা না খোলায় অভিমান করে আত্মহত্যা করেছে নাইম। তবে এ বিষয়ে স্ত্রী বা তাঁর স্বজনদের বক্তব্য পাওয়া যায়নি।

নাইমের মামা ওই এলাকার বাসিন্দা মো. এমদাদ হোসেন বলেন, ‘আমার ভাগনের সঙ্গে দ্বিতীয় স্ত্রীর বিয়ের পর থেকেই কলহ লেগেছিল। রুবিয়া আমার ভাগনেকে সব সময় মানসিক যন্ত্রণা দিত। মৃত্যুর সময় স্ত্রীকে দায়ী করা একটা চিরকুট পাওয়া গেছে। আমাদের ধারণা স্ত্রীর পরকীয়ার বিষয় নিয়ে তাঁদের মধ্যে কলহের জেরে এ ঘটনা ঘটেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, শ্বশুর বাড়ির কাঁঠাল গাছ থেকে নাইম নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি মাদারীপুর মর্গে পাঠানো। ময়নাতদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ