নাশকতা ও হত্যা চেষ্টা মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক মুফতি মোহাম্মদ শরিফ উল্লাহকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
গতকাল বুধবার (১৪ এপ্রিল) রাজধানী যাত্রাবাড়ি থানায় ২০১৩ সালের একটি মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আবু সাঈদ এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকা থেকে মুফতি শরিফ উল্লাহকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগ। ২০১৩ সালের ৬ মে যাত্রাবাড়ী থানায় দায়ের করা এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গত ১২ এপ্রিল ২০১৩ সালে রাজধানীর মতিঝিলে জ্বালাও-পোড়াও মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে যৌথ অভিযানে গ্রেপ্তার করে ডিবি ও র্যাব। ওইদিন হেফাজতের আরও কয়েক নেতাকে গ্রেপ্তার করা হয়।