হোম > সারা দেশ > ঢাকা

সংসদ সদস্য ওয়াহেদের বিদেশি নাগরিকত্ব সংক্রান্ত রিট খারিজ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য এম এ ওয়াহেদের পদের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

এমপি ওয়াহেদের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। তিনি বলেন, ‘নির্বাচনের আগেই দুটি রিট ফাইল করা হয়েছিল। প্রথম করেছিল ভালুকার দুজন ভোটার। তারা ওয়াহেদের মনোনয়ন বৈধ বলে নির্বাচন কমিশনের নেওয়া সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেছিল। তাতে হাইকোর্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করলে তিনি আটকে যান। আমরা চেম্বারে গেলে হাইকোর্টের আদেশ স্থগিত হয়। এতে তিনি নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন এবং গেজেট প্রকাশ হয়।’

শাহ মঞ্জুরুল হক আরও বলেন, ‘পরে ওয়াহেদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাজিম উদ্দিন আহমেদ আরও একটি রিট করেন। যাতে বলা হয়, ওয়াহেদ পাপুয়া নিউ গিনির নাগরিক। তাই নির্বাচন কমিশন বিষয়টি তদন্ত করে সিদ্ধান্ত দিতে পারে। শপথের পর বিষয়টি শুনানি করে হাইকোর্ট তদন্তের নির্দেশসহ রুল জারি করেন। আমরা চেম্বারে গেলে হাইকোর্টের আদেশে স্থিতাবস্থা দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়। আপিল বিভাগ আজকে রিটগুলো খারিজ করে দিয়েছেন। আদালত বলেছেন প্রয়োজনে তারা নির্বাচনী ট্রাইব্যুনালে যেতে পারেন।’

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ এর নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য এম এ ওয়াহেদ পাপুয়া নিউগিনির নাগরিক কি না— তা তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট। ওই আসনের নৌকা প্রতীকের প্রার্থী কাজিম উদ্দিন আহমেদের করা রিটের পরিপ্রেক্ষিতে গত ১০ জানুয়ারি রুলসহ ওই আদেশ দেন। নির্বাচন কমিশনকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়। কাজিম উদ্দিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানজীবুল আলম।

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন