হোম > সারা দেশ > রাজবাড়ী

ঘন কুয়াশায় সাত ঘণ্টা বন্ধ দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল

রাজবাড়ী প্রতিনিধি

ঘন কুয়াশার কারণে সাত ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে গেলে এই নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে রাত ২টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সে সময় ঘাট এলাকায় আটকা পড়ে শতাধিক যানবাহন। এতে শীতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।

সকাল ৭টায় ফেরি ঘাটে গিয়ে দেখা যায়, কুয়াশা আচ্ছন্ন ফেরি ঘাট এলাকা। মধ্যে রাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাট এলাকায় শতাধিক যানবাহন আটকা পড়েছে। এর মধ্যে পণ‍্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। আটকে পড়া যানবাহনের চালক ও যাত্রীর দুর্ভোগের পড়েন। বিশেষ করে শিশুরা ও বৃদ্ধরা।

সাতক্ষীরা থেকে আসা যাত্রী সামসুল আলম বলেন, ‘রাত পৌনে ১টায় ঘাটে এসেছি। কুয়াশার কারণে এ সময় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। তারপর থেকে ঘাটেই অপেক্ষায় আছি। শীতের মধ্যে সারা রাত অনেক কষ্ট হয়েছে।’

আরেক যাত্রী অনন‍্যা চৌধুরী বলেন, ‘জরুরি কাজে ঢাকাতে যেতে হবে। ভোরে ভাইয়ার সঙ্গে বাইকে রওনা দিয়েছি। ঘাটে এসে দেখি ফেরি চলাচল বন্ধ। এখন সকাল ৯টা বাজলেও কুয়াশা কাটেনি।’

বাস চালক মো. শহিদুল ইসলাম বলেন, ‘সকাল ৮টার সময় দৌলতদিয়া ফেরি ঘাটে এসে জানতে পারি কুয়াশায় ফেরি চলাচল বন্ধ।’

বেনাপোল থেকে আসা ট্রাকচালক কামরুল ইসলাম বলেন, ‘রাত ২টা থেকে ফেরিতে বসে আছি। শীতের মধ্যে কষ্ট হচ্ছে। সারা রাত ঘুমাতে পারিনি।’

বিআইডব্লিউটিএ দৌলতদিয়া ঘাট শাখার ব‍্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে মাঝে মধ্যেই মাঝ রাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকছে। আজও রাত দুইটা থেকে কুয়ার ঘনত্ব বেড়ে গেলে নদী পথ দৃষ্টি সীমার বাইরে চলে যায়। সে সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

মো. সালাহউদ্দিন আরও বলেন, ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় শতাধিক যানবাহন আটকা পড়ে। কুয়াশা কেটে গেলে সকাল সারে ৯টায় এই রুটে ফেরি চলাচল শুরু হয়। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন