হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২ 

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় এক গৃহবধূকে (১৮) ধর্ষণের অভিযোগে মূল অভিযুক্ত ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূল অভিযুক্তকে নিজের ঘরে ধর্ষণ করার সুযোগ দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে ছিলেন সেই সহযোগী। আজ শুক্রবার সকালে তাঁদের আশুলিয়া থানার পুলিশ আদালতে পাঠায়। 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন শরীয়তপুর জেলার জাজিরা থানার চেরাগ আলী ব্যাপারীপাড়ার খবির হোসেনের ছেলে আল মামুন (২৪) ও মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার জিয়ানপুর গ্রামের শামসুল আলমের ছেলে মো. আলী মোল্লা (২২)। মামুন আশুলিয়ার দক্ষিণ গাজীরচটের রশিদ মার্কেট এলাকার আইয়ুব আলির বাড়ির কেয়ারটেকার এবং তাঁর একটি মোবাইল মেরামতের দোকান ছিল। আর মো. আলী শিমুলতলা এলাকায় আব্দুল মজিতের বাড়িতে ভাড়া থাকতেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, আল মামুনের মোবাইল মেরামতের দোকানে মোবাইল ঠিক করতে এসেই অভিযুক্তের সঙ্গে ভুক্তভোগীর পরিচয় হয়। একপর্যায়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে আল মামুন ভুক্তভোগীকে কৌশলে ডেকে নিয়ে যান শিমুলতলা এলাকার মো. আলী মোল্লার ভাড়া বাসায়। সেখানে জোরপূর্বক ভুক্তভোগীকে ধর্ষণ করেন আল মামুন। এ সময় মো. আলী ধর্ষণের সহযোগিতা করেন এবং রুমের দরজা আটকে বাইরে থেকে পাহারা দেন। পরে ভুক্তভোগী গৃহবধূ সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে থানার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিদের আটক করে। এরপর রাতে মামলাটি নথিভুক্ত হয়। মামলা নম্বর-৫৮। 

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক সুব্রত রায় জানান, অভিযোগ পেয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। রাতেই মামলা রুজু করা হয়। আজ শুক্রবার সকালে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলের ওসিসিতে পাঠানো হয়েছে। 

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯