হোম > সারা দেশ > ঢাকা

সীমানা প্রাচীর ভেঙে র‍্যাবের মাঠে বাস, ডোপ টেস্টে চালক

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে র‍্যাব-১ এন সদর দপ্তরে ঢুকে পড়ে জলসিঁড়ি পরিবহনের একটি বাস। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে র‍্যাব-১ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদর দপ্তরের সীমানা প্রাচীর ভেঙে খেলার মাঠে ঢুকে পড়েছে একটি বাস। আজ বুধবার (১৯ মার্চ) বেলা ২টার দিকে উত্তরায় এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

এ ঘটনায় জলসিঁড়ি পরিবহনের (ঢাকা মেট্রো ব ১১-৩৭২৮) বাস ও চালক মো. সামছুল ইসলামকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপরদিকে দুর্ঘটনায় আহত যাত্রীদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা আজকের পত্রিকাকে বলেন, ঢাকামুখী একটি জলসিঁড়ি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের ওপর উঠিয়ে দেয়। এরপর সীমানা প্রাচীর ভেঙে খেলার মাঠে ঢুকে পড়ে। এতে বাসটির সামনের অংশ-মুচড়ে গেছে। দেয়ালটি র‍্যাব-১ ও এপিবিএনের সীমানা প্রাচীর। এতে বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।’

এদিকে দুর্ঘটনার পর পরই র‍্যাব-১ এর গোয়েন্দা দল ওই বাস চালককে হেফাজতে নেন। জানা গেছেন, র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (অপস্ এবং মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলমের নির্দেশে তাঁকে ডোপ টেস্টের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে র‍্যাব-১ এন সদর দপ্তরে ঢুকে পড়ে জলসিঁড়ি পরিবহনের একটি বাস। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে ডিএমপির উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনায় একজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জলসিঁড়ি বাসসহ চালকে আটক করা হয়েছে।

তিনি বলেন, ভুক্তভোগীদের কেউ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যথায় আপস-মীমাংসা হলে ছেড়ে দেওয়া হবে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট