হোম > সারা দেশ > ঢাকা

ডিএমপি, রাজউক ও এমআরটিকে নিয়ে যানজট নিরসন করতে চায় ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, ডিএনসিসির সঙ্গে এই এলাকার আওতাধীন যানজট নিরসনে যৌথভাবে কাজ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) কর্তৃপক্ষ।

আজ শনিবার প্রগতি সরণির বিকল্প জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের (৩০০ ফিট সড়ক) দ্বিতীয় ইউটার্ন থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আফতাবনগর হয়ে রামপুরা পর্যন্ত তিনটি করিডর খোলার বিষয়ে সরেজমিন পরিদর্শনকালে প্রশাসক এসব কথা বলেন।

এ সময় প্রশাসক মোহাম্মদ এজাজ আরও বলেন, এই তিনটি করিডর যদি খুলে দেওয়া যায়, তাহলে প্রগতি সরণি এলাকার যানজট কমে যাবে। তা ছাড়া আশপাশের এলাকার যানজটও সহনীয় মাত্রায় থাকবে।

উল্লেখ্য, প্রগতি সরণির বিভিন্ন বেশ কয়েকটি পয়েন্টে মেট্রোরেলের নির্মাণকাজ চলমান থাকায় আশপাশের এলাকাগুলোতে অসহনীয় যানজট সৃষ্টির ফলে জনদুর্ভোগ বাড়ছে। এ সমস্যা সমাধানের জন্য কিছু ডাইভারশন রাস্তা ও সার্ভিস লেন প্রস্তুতের বিষয়ে নির্দেশনা দিয়েছেন ডিএনসিসি প্রশাসক।

এ সময় অন্যদের মধ্যে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রি. জে. মো. মঈন উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ