হোম > সারা দেশ > ঢাকা

নাশকতার দুই মামলায় বিএনপির ৩২ নেতা-কর্মীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাশকতার দুই মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৩২ নেতা-কর্মীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের দুই বিচারক পৃথকভাবে এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছেন। তাঁরা গ্রেপ্তার হওয়ার পর এই রায় কার্যকর হবে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন।

ভাটারা থানার মামলায় ১৫ জনের কারাদণ্ড
রাজধানীর ভাটারা থানায় দায়ের করা এক মামলায় ১৫ জন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন এই রায় দেন। তবে এ মামলায় আদালত দুজনকে খালাস দিয়েছেন।

সাজাপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আবদুর রহিম, আজহার আলম, আবু বক্কর সিদ্দিক ও আব্দুল লতিফ।

ঘটনার বিবরণে জানা যায় ২০১৮ সালের ২৫ সেপ্টেম্বর ভাটারা থানার বসুন্ধরা মেইন গেটে বিএনপি নেতা–কর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে অস্ত্রশস্ত্র নিয়ে বেআইনিভাবে মিছিল-সমাবেশ করেন। পুলিশ বাধা দিলে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন ও পুলিশের কাজে বাধা দেন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ভাটারা থানায় মামলা দায়ের করলে তদন্ত শেষে ২০১৯ সালের ১৬ জুন ১৭ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। 

হাজারীবাগ থানার মামলায় ১৭ জনের কারাদণ্ড 
রাজধানীর হাজারীবাগ থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৭ নেতা-কর্মীকে দুই বছর তিন মাস কারাদণ্ড দিয়েছেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান এই রায় দেন।

ঘটনার বিবরণে জানা যায় ২০১৫ সালের ২৯ আগস্ট হাজারীবাগের ভাগলপুর লেনে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সেখানে তল্লাশির জন্য গেলে পুলিশের কর্তব্যকাজে বিএনপি নেতা-কর্মীরা বাধা সৃষ্টি করেন এবং পুলিশের ওপর হামলা চালান।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করার পর তদন্ত শেষে একই বছরের ২৪ অক্টোবর ১৭ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক