হোম > সারা দেশ > ঢাকা

ধামরাইয়ে থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, চালক ও সহকারী নিহত

নিজস্ব প্রতিবেদক, সাভার

ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে থেমে থাকা একটি ট্রাককে পেছনে থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে পিকআপের চালক ও সহকারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন, পিকআপের চালক কাঞ্চন (২৩) ও তাঁর সহকারী আশরাফুল (১৯)।

কাঞ্চন জামালপুর সদর উপজেলার আনিসুর রহমানের ছেলে। আশরাফুল নেত্রকোনার বারহাট্টা উপজেলার রোদনূর গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

সাভার হাইওয়ে থানা-পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে ঢাকাগামী লেনে একটি ইটবোঝাযই ট্রাক থেমে ছিল। শনিবার দিবাগত রাত একটার দিকে ট্রাকটিকে পেছন থেকে আসা একটি পিকআপ জোরে ধাক্কা দেয়। এ সময় পিকআপের চালক ও তাঁর সহকারী ঘটনাস্থলেই মারা যান।

সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বলেন, ‘ঘটনার পর ইটবোঝাই ট্রাক ও পিকআপ আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন। নিহতদের পরিবারের পক্ষ থেকে ধামরাই থানায় অভিযোগ দেওয়া হয়েছে।’

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ