হোম > সারা দেশ > ঢাকা

সিআরপিতে গিয়ে মায়ের স্মৃতিচারণ করলেন যুব ও ক্রীড়া মন্ত্রী পাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পক্ষাঘাতগ্রস্তদের চিকিৎসায় সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি) বা পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে প্রতিবন্ধী ব্যক্তিদের একীভূত খেলাধুলা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। এ সময় তিনি প্রতিবন্ধী খেলোয়াড়দের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। 

আজ রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর অদূরে সাভারের চাপাইনে সিআরপির প্রধান কার্যালয়ে সিআরপির কনফারেন্স রুমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রদত্ত বিভিন্ন ক্রীড়া সামগ্রী সিআরপির প্রতিবন্ধী খেলোয়াড়দের হাতে তুলে দেন মন্ত্রী। এ সময় সিআরপির প্রতিষ্ঠাতা ড. ভ্যালেরি টেইলর ও নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেনসহ সিআরপির জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

নাজমুল হাসান বলেন, ‘আমার মা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক প্রয়াত বেগম আইভি রহমান সিআরপিতে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন এবং সিআরপির সেবার প্রতি তাঁর অগাধ বিশ্বাস ছিল। সিআরপিতে যে আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়া হয় তা অনন্য বলে মনে করি।’ 

তিনি আরও বলেন, ‘সারা দেশে সিআরপি যে সেবা ছড়িয়ে দিচ্ছে এটাই বড় কথা।’ 

তিনি জানান, ‘হুইলচেয়ার বাস্কেটবল কীভাবে খেলে সেটা দেখার জন্য আগ্রহী ছিলাম। আসন্ন বাজেটে সিআরপির জন্য বরাদ্দ রাখার এবং সিআরপির প্রতিবন্ধী খেলোয়াড়দের জন্য যা যা ক্রীড়া সামগ্রী প্রয়োজন সরকারি-বেসরকারি এবং ফেডারেশনের মাধ্যমে তা দেওয়ার ব্যবস্থা করা হবে।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট