হোম > সারা দেশ > ঢাকা

সিআরপিতে গিয়ে মায়ের স্মৃতিচারণ করলেন যুব ও ক্রীড়া মন্ত্রী পাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পক্ষাঘাতগ্রস্তদের চিকিৎসায় সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি) বা পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে প্রতিবন্ধী ব্যক্তিদের একীভূত খেলাধুলা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। এ সময় তিনি প্রতিবন্ধী খেলোয়াড়দের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। 

আজ রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর অদূরে সাভারের চাপাইনে সিআরপির প্রধান কার্যালয়ে সিআরপির কনফারেন্স রুমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রদত্ত বিভিন্ন ক্রীড়া সামগ্রী সিআরপির প্রতিবন্ধী খেলোয়াড়দের হাতে তুলে দেন মন্ত্রী। এ সময় সিআরপির প্রতিষ্ঠাতা ড. ভ্যালেরি টেইলর ও নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেনসহ সিআরপির জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

নাজমুল হাসান বলেন, ‘আমার মা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক প্রয়াত বেগম আইভি রহমান সিআরপিতে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন এবং সিআরপির সেবার প্রতি তাঁর অগাধ বিশ্বাস ছিল। সিআরপিতে যে আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়া হয় তা অনন্য বলে মনে করি।’ 

তিনি আরও বলেন, ‘সারা দেশে সিআরপি যে সেবা ছড়িয়ে দিচ্ছে এটাই বড় কথা।’ 

তিনি জানান, ‘হুইলচেয়ার বাস্কেটবল কীভাবে খেলে সেটা দেখার জন্য আগ্রহী ছিলাম। আসন্ন বাজেটে সিআরপির জন্য বরাদ্দ রাখার এবং সিআরপির প্রতিবন্ধী খেলোয়াড়দের জন্য যা যা ক্রীড়া সামগ্রী প্রয়োজন সরকারি-বেসরকারি এবং ফেডারেশনের মাধ্যমে তা দেওয়ার ব্যবস্থা করা হবে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট