হোম > সারা দেশ > ঢাকা

বঙ্গবন্ধু ধর্মীয় সম্প্রীতির শিক্ষা দিয়েছেন: আরমা দত্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সংসদ সদস্য আরমা দত্ত বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে দেখিয়েছিলেন কীভাবে ধর্মে-ধর্মে সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হয়। তিনি সব সময় ধর্মীয় সম্প্রীতির শিক্ষা দিয়েছেন। আমরা এটাই চাই।

আজ সোমবার বিকেলে রাজধানীর বাড্ডা বৌদ্ধবিহারে মধু পূর্ণিমা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

আরমা দত্ত বলেন, বঙ্গবন্ধুর কন্যার হাত ধরেই রাজধানীর বাড্ডায় বৌদ্ধবিহারের যাত্রা শুরু। তিনি দেশের বিভিন্ন স্থানে দৃষ্টিনন্দন মন্দির করে দিয়েছেন। যার মাধ্যমে এ দেশে ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়েছে। 

তিনি আরও বলেন, বৌদ্ধধর্মের প্রাণপুরুষ বুদ্ধ ত্যাগের মহত্ত্বকেই বড় করে দেখেছেন। বুদ্ধ তাঁর জীবনে শান্তি সম্প্রীতির কথাই বলতেন। আজ শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা করতে বিশ্বব্যাপী কমিটি গঠন করি। এরপরও শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা করতে পারছি না। বুদ্ধ ত্যাগের শিক্ষা দিয়েছেন ভোগের নয়! কিন্তু এখন বিশ্বে ভরে গেছে ভোগের মোহনায়। 

এ সময় তিনি বাড্ডার মন্দিরকে আন্তর্জাতিক মানের মন্দির হিসেবে প্রতিষ্ঠার দাবি জানান। 

অনুষ্ঠানে আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ধর্ম মিত্র মহাথের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুম গনি তাপস, আন্তর্জাতিক বৌদ্ধবিহার উপাধ্যক্ষ শ্রীমৎ বুদ্ধানন্দ, বাংলাদেশ বুদ্ধিস্ট ফাউন্ডেশনের সভাপতি দিব্যেন্দু বিকাশ চৌধুরী, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক শ্রীমৎ ভিক্ষু সুনন্দপ্রিয়, আপ্যায়ন সম্পাদক দিবাসোক বড়ুয়া স্বপ্ন, বাংলাদেশ বুদ্ধিস্ট উইমেন্স ফেডারেশনের সভাপতি দীপি বড়ুয়া ও সাধারণ সম্পাদক সুদীপা বড়ুয়া। 

এ ছাড়া বাংলাদেশে অবস্থানরত জাপান, থাইল্যান্ড, চীনসহ বিভিন্ন দেশের নাগরিকরা মধু পূর্ণিমার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট