হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে করোনায় একদিনে আক্রান্ত ২২

প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীতে গত একদিনে আরও ২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ২০৫ জন।

আজ শুক্রবার বিকালে এ তথ্য জানিয়েছেন, নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় জেলার ১০৮ জনের নমুনা পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়েছিল। শুক্রবার পাওয়া এসব নমুনা পরীক্ষার ফলাফলে ২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সদর উপজেলার ১৮ জন, বেলাবতে ২ জন ও মনোহরদীতে ১ জন। এছাড়া রায়পুরা হাসপাতালে রেপিড অ্যান্টিজেন পরীক্ষায় ১ জনের করোনা পজেটিভ আসে।  

সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, এপর্যন্ত জেলার ছয়টি উপজেলা থেকে মোট ২০ হাজার ৯২৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এপর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২ হাজার ৩ জন, শিবপুরে ৩০১ জন, পলাশে ৩৪৭ জন, মনোহরদীতে ১৯১ জন, বেলাবতে ১৬৪ জন ও রায়পুরায় ১৯১ জন রয়েছে। করোনাভাইরাসে মারা গেছে, ৫৪ জন। এর মধ্যে সদর উপজেলায় ২৯ জন, পলাশে ৩ জন, বেলাবতে ৬ জন, রায়পুরায় ৭ জন, মনোহরদীতে ২ জন ও শিবপুরে ৭ জন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন