হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে রিকশা ধরতে গিয়ে রাস্তায় পড়ে আনসার সদস্যের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ব্যাটারি চালিত রিকশা ধরতে গিয়ে রাস্তায় পরে মাহফুজ হেলাল (২৩) নামে এক আনসার সদস্য মারা গেছেন।

আজ সোমবার রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের হাইডিপেন্ডেন্সি ইউনিটে মৃত্যু হয় তাঁর। গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ঘটনাটি ঘটে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ জানান, গত শনিবার রাতে টিএসসি এলাকায় টহল ডিউটিতে ছিলেন আনসার সদস্য হেলাল। সেখানে ব্যাটারিচালিত রিকশা ধরতে গিয়ে পুলিশের গাড়ি থেকে নামতে গিয়ে সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। দ্রুত তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওসি আরও জানান, এর আগে এক নারী তাঁর ব্যাটারিচালিত রিকশা চুরি হওয়ার অভিযোগে শাহবাগ থানায় জিডি করেন। ঘটনার দিন আনসার সদস্য হেলাল টিএসসি এলাকায় ডিউটি করাকালীন একটি রিকশা দেখে সন্দেহ হয়। ওই রিকশা ধরতেই পুলিশের গাড়ি থেকে দ্রুত নামতে গিয়ে পা পিছলে সড়কে পড়ে যান।

ঢামেক হাসপাতালে হেলালের বাবা আবারুল ইসলাম ঢালী জানান, তাঁদের বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলার ঢালীবাড়ি গ্রামে। হেলাল শাহবাগ থানায় সাধারণ আনসার হিসেবে কর্মরত ছিলেন। এক ভাই ও দুই বোনের মধ্যে হেলাল সবার বড়। দুই বছর আগে আনসার বাহিনীতে যোগ দেন।

ওসি বলেন, ‘গত শনিবার দিবাগত রাতে শাহবাগ থানার মাধ্যমে খবর পাই, শাহবাগ টিএসসি মোড়ে ডিউটিরত অবস্থায় গাড়ি থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় হেলাল। তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তাঁরা গ্রাম থেকে এসে হেলালকে ঢাকা মেডিকেল হাসপাতালে দেখতে পায়।’

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার