হোম > সারা দেশ > ঢাকা

মানবাধিকার সংগঠন অধিকারের নিবন্ধনসংক্রান্ত রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মানবাধিকার সংগঠন অধিকারের নিবন্ধন নিয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রিট আর না চালানোর কথা জানানোর পর আজ বুধবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চ রুল খারিজ করে দেন। 

 ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর নিবন্ধন নবায়নে এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালকের কাছে আবেদন করে অধিকার। সাড়া না পেয়ে নিবন্ধন নবায়নে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে ২০১৯ সালে রিট করা হয়। রিটের পরিপ্রেক্ষিতে ওই বছরের ১৩ মে হাইকোর্ট রুল জারি করেন। রুলে আবেদন নিষ্পত্তিতে নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং আইন অনুসারে নিবন্ধন দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। 

এদিকে চলতি বছরের ৫ জুন এনজিওবিষয়ক ব্যুরো অধিকারের আবেদন নামঞ্জুর করে। পরে এনজিওবিষয়ক ব্যুরোর ওই সিদ্ধান্তের বিরুদ্ধে অধিকার একটি সম্পূরক আবেদন করে। 

বুধবার এ রিটের বিষয়ে রায়ের জন্য দিন ধার্য ছিল। তবে আদালতে অধিকারের আইনজীবী রুহুল আমিন ভূঁইয়া রিটটি না চালানোর কথা বলেন। কারণ হিসেবে তিনি বলেন, ‘এনজিওবিষয়ক ব্যুরোর সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব বরাবরে আবেদন করা হয়েছে। আর ৫ জুনের সিদ্ধান্ত নিয়ে ১৪ জুন করা সম্পূরক আবেদনটি উপস্থাপন করছি না।’ এরপর আদালত রিট এবং সম্পূরক আবেদন খারিজ করে দেন। 

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান। 

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রী

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট