হোম > সারা দেশ > ঢাকা

মানবাধিকার সংগঠন অধিকারের নিবন্ধনসংক্রান্ত রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মানবাধিকার সংগঠন অধিকারের নিবন্ধন নিয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রিট আর না চালানোর কথা জানানোর পর আজ বুধবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চ রুল খারিজ করে দেন। 

 ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর নিবন্ধন নবায়নে এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালকের কাছে আবেদন করে অধিকার। সাড়া না পেয়ে নিবন্ধন নবায়নে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে ২০১৯ সালে রিট করা হয়। রিটের পরিপ্রেক্ষিতে ওই বছরের ১৩ মে হাইকোর্ট রুল জারি করেন। রুলে আবেদন নিষ্পত্তিতে নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং আইন অনুসারে নিবন্ধন দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। 

এদিকে চলতি বছরের ৫ জুন এনজিওবিষয়ক ব্যুরো অধিকারের আবেদন নামঞ্জুর করে। পরে এনজিওবিষয়ক ব্যুরোর ওই সিদ্ধান্তের বিরুদ্ধে অধিকার একটি সম্পূরক আবেদন করে। 

বুধবার এ রিটের বিষয়ে রায়ের জন্য দিন ধার্য ছিল। তবে আদালতে অধিকারের আইনজীবী রুহুল আমিন ভূঁইয়া রিটটি না চালানোর কথা বলেন। কারণ হিসেবে তিনি বলেন, ‘এনজিওবিষয়ক ব্যুরোর সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব বরাবরে আবেদন করা হয়েছে। আর ৫ জুনের সিদ্ধান্ত নিয়ে ১৪ জুন করা সম্পূরক আবেদনটি উপস্থাপন করছি না।’ এরপর আদালত রিট এবং সম্পূরক আবেদন খারিজ করে দেন। 

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান। 

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি