হোম > সারা দেশ > ঢাকা

মানবাধিকার সংগঠন অধিকারের নিবন্ধনসংক্রান্ত রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মানবাধিকার সংগঠন অধিকারের নিবন্ধন নিয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রিট আর না চালানোর কথা জানানোর পর আজ বুধবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চ রুল খারিজ করে দেন। 

 ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর নিবন্ধন নবায়নে এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালকের কাছে আবেদন করে অধিকার। সাড়া না পেয়ে নিবন্ধন নবায়নে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে ২০১৯ সালে রিট করা হয়। রিটের পরিপ্রেক্ষিতে ওই বছরের ১৩ মে হাইকোর্ট রুল জারি করেন। রুলে আবেদন নিষ্পত্তিতে নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং আইন অনুসারে নিবন্ধন দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। 

এদিকে চলতি বছরের ৫ জুন এনজিওবিষয়ক ব্যুরো অধিকারের আবেদন নামঞ্জুর করে। পরে এনজিওবিষয়ক ব্যুরোর ওই সিদ্ধান্তের বিরুদ্ধে অধিকার একটি সম্পূরক আবেদন করে। 

বুধবার এ রিটের বিষয়ে রায়ের জন্য দিন ধার্য ছিল। তবে আদালতে অধিকারের আইনজীবী রুহুল আমিন ভূঁইয়া রিটটি না চালানোর কথা বলেন। কারণ হিসেবে তিনি বলেন, ‘এনজিওবিষয়ক ব্যুরোর সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব বরাবরে আবেদন করা হয়েছে। আর ৫ জুনের সিদ্ধান্ত নিয়ে ১৪ জুন করা সম্পূরক আবেদনটি উপস্থাপন করছি না।’ এরপর আদালত রিট এবং সম্পূরক আবেদন খারিজ করে দেন। 

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন