হোম > সারা দেশ > ঢাকা

রাগারাগির পর প্রেমিককে ফোন দিয়ে গায়ে আগুন

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় প্রেমিকের সঙ্গে অভিমান করে নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন এক প্রেমিকা। শুক্রবার রাতে উপজেলার নতুন বান্দুরা এলাকায় এ ঘটনা ঘটে। প্রেমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক ইসমাইল। 

দগ্ধ প্রেমিকাকে (১৮) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। আটক মো. শরীফ (২২) দোহার উপজেলার করিমগঞ্জের মো. সিরাজের ছেলে। 

নবাবগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক ইসমাইল জানান, শুক্রবার রাত আনুমানিক পৌনে ৯টার দিকে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন ওই তরুণী ৷ তাঁর চিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিভিয়ে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দায়িত্বরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেন। ঘটনার পরপরই প্রেমিকাকে দেখতে এলে প্রেমিক শরীফকে আটক করে এলাকাবাসী। পরে সংবাদ পেয়ে পুলিশ শরীফকে তাদের হেফাজতে নিয়ে যায়। 

প্রেমিক শরীফ জানান, তরুণীর সঙ্গে তাঁর এক বছরের সম্পর্ক। শুক্রবার প্রেমিককে না জানিয়ে তিনি ঘুরতে গিয়েছিলেন ৷ এ নিয়ে দুজনের মধ্যে রাগারাগি। এতে অভিমান করে ওই তরুণী মোবাইল ফোনে কল দিয়ে জানান, এখনই গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করবেন। মোবাইল ফোনে কথা বলতে বলতেই নিজের গায়ে আগুন ধরিয়ে দেন ৷ তাঁর চিৎকার শুনে দোহার থেকে বান্দুরা চলে আসেন শরীফ।

তরুণীর ভাই বলেন, ‘ঈদের পরই ওদের বিয়ে হওয়ার কথা। কী কারণে বোন শরীরে আগুন দিল বুঝতে পারছি না। আগে বোনের চিকিৎসা করাই, তারপর দেখা যাবে কী করা যায়।’ 

শরীফের মা শরুফা বেগম বলেন, ‘ঈদের পরই ওদের দুজনের বিয়ে ঠিক করে রেখেছিলাম ৷ সন্ধ্যায় শরীফ আমার সঙ্গে ইফতারি করেছে ৷ কী নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়েছে আমরা বলতে পারি না। আমার ছেলে অন্যায় করলে তো আর খবর শুনে ছুটে যেত না।’ 

সহকারী উপপরিদর্শক ইসমাইল আরও জানান, ‘জিজ্ঞাসাবাদের জন্য শরীফকে আটক করা হয়েছে। ভিকটিমের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক