হোম > সারা দেশ > ঢাকা

হরতাল-অবরোধে রাজধানীতে ৬৪ গাড়িতে আগুন: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ও অবরোধে রাজধানীতে ৬৪টি যানবাহনে আগুন দেওয়া হয়। আগুন দেওয়ার সময় হাতেনাতে ১২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে কেউ যাত্রীবেশে গাড়িতে উঠে বা নিচে থেকে অগ্নিসংযোগ করে। 

আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার খ. মহিদ উদ্দিন এসব তথ্য জানান। 

খ. মহিদ উদ্দিন বলেন, যে দল কর্মসূচি ঘোষণা করেছে, সে দলের অঙ্গসংগঠনের সঙ্গে তারা জড়িত। রাজনৈতিক কর্মসূচির নামে কোনো ধ্বংসাত্মক কার্যক্রম না করার আহ্বান জানান তিনি। 

খ. মহিদ উদ্দিন আরও বলেন, গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের পর হরতাল ও তিন দফা অবরোধে সারা দেশেই গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব অগ্নিকাণ্ডের ঘটনায় গত ২৯ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে আগুনে পুড়ে নাঈম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়। দগ্ধ হন রবিউল ইসলাম (২৫) নামের আরেক যুবক। তাঁরা দুজনই অছিম পরিবহন চালকের সহকারী ছিলেন। 

শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের কোনো আপত্তি নেই উল্লেখ করে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে গাড়িতে আগুন দিয়ে জানমালের ক্ষতি বরদাশত করা হবে না।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস