হোম > সারা দেশ > ঢাকা

হরতাল-অবরোধে রাজধানীতে ৬৪ গাড়িতে আগুন: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ও অবরোধে রাজধানীতে ৬৪টি যানবাহনে আগুন দেওয়া হয়। আগুন দেওয়ার সময় হাতেনাতে ১২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে কেউ যাত্রীবেশে গাড়িতে উঠে বা নিচে থেকে অগ্নিসংযোগ করে। 

আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার খ. মহিদ উদ্দিন এসব তথ্য জানান। 

খ. মহিদ উদ্দিন বলেন, যে দল কর্মসূচি ঘোষণা করেছে, সে দলের অঙ্গসংগঠনের সঙ্গে তারা জড়িত। রাজনৈতিক কর্মসূচির নামে কোনো ধ্বংসাত্মক কার্যক্রম না করার আহ্বান জানান তিনি। 

খ. মহিদ উদ্দিন আরও বলেন, গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের পর হরতাল ও তিন দফা অবরোধে সারা দেশেই গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব অগ্নিকাণ্ডের ঘটনায় গত ২৯ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে আগুনে পুড়ে নাঈম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়। দগ্ধ হন রবিউল ইসলাম (২৫) নামের আরেক যুবক। তাঁরা দুজনই অছিম পরিবহন চালকের সহকারী ছিলেন। 

শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের কোনো আপত্তি নেই উল্লেখ করে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে গাড়িতে আগুন দিয়ে জানমালের ক্ষতি বরদাশত করা হবে না।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা