হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীর মাজার বস্তি থেকে ২৪ ছিনতাইকারী ও মাদক কারবারি গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

টঙ্গীর মাজার বস্তি থেকে মাদক কারবারি ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। ছবি: উত্তরা আর্মি ক্যাম্প

গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে অভিযান চালিয়ে ২৪ জন মাদক কারবারি ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে উত্তরা আর্মি ক্যাম্প ও টঙ্গী পশ্চিম থানা-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ২ লাখ ৬৫ হাজার টাকা জব্দ করা হয়।

গতকাল সোমবার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে আজ মঙ্গলবার উত্তরা আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. বাবু (২৩), আমির হোসেন (২৯), জিসান আহম্মেদ (২৫), উসমান (৩৩), রিপন (২৭), হুমায়ুন কবির (৩১), মো. শামীম (২৫), সোহের রানা (২৯), শফিকুল (২৩), মো. টিপু সুলতান (২৬), রাসেল (২৯), শাহিন (২৪), হাসিব (৩১), মো. তারেক (২৫), পারভেজ (৩২), নিলয় (৩৫), শাহীন আলম (২৭), রাকিব (২২), মেহেদী হাসান (২৫), জুয়েল (২৯), আকতার হোসেন (২৮), মো. ইউসুফ (২৫), জয় (২৭) ও স্বপন (২৪)।

সেনাবাহিনী জানিয়েছে, মাদক কারবারি ও ছিনতাইকারীদের গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ১৬ বোতল মদ, ৬টি মোবাইল ফোন, ৫ রোল ইয়াবা সেবন পেপার, ১টি সোনার দুল, বিপুল পরিমাণ মাদকদ্রব্য সেবন সামগ্রী, ২টি মানিব্যাগ ও ২০টি গ্যাস লাইট জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের টঙ্গী পশ্চিম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনী পক্ষ থেকে বলা হয়।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন