হোম > সারা দেশ > ঢাকা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ডুজার পতাকা মিছিল

ঢাবি প্রতিনিধি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পতাকা মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে পতাকা মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে আবার টিএসসি এসে শেষ হয়। 

পতাকা মিছিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবিরসহ সাংবাদিক সমিতির বিভিন্ন স্তরের নেতা এবং সদস্যরা উপস্থিত ছিলেন। 

সার্বিক বিষয়ে মেহেদী হাসান বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় দেশ, জাতির স্বকীয়তা এবং স্বাধীনতায় বিশ্বাস করে। আজকের এই দিনে পাকিস্তানের হানাদার বাহিনীর হাত থেকে বিজয় লাভ করে এই প্রিয় মাতৃভূমি। এ বছরের বিজয় দিবস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, আমরা এবারে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সাক্ষী। বিজয়ের এই দিনে আমরা পতাকা মিছিলের আয়োজন করেছি।' 

পতাকা মিছিলে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মেহেদী হাসান। 

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ