হোম > সারা দেশ > মানিকগঞ্জ

পাচারের উদ্দেশ্যে শিশু অপহরণ, গ্রেপ্তার ১ 

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে আসিফ নামে চার বছরের এক শিশুকে পাচারের উদ্দেশ্যে অপহরণ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার ব্যক্তির নাম মারফত আলী। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর থানার উকিয়ারা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে অপহৃত শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এর আগে তাঁর নামে থানায় অভিযোগ করা হয়। 

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, শিশুটির বাবা আক্কাস আলী ঢাকার গাবতলী বেড়িবাঁধ কলোনিতে পরিবার নিয়ে থাকে। সেখানে পেশাগত কাজের জন্য মারফত আলীর সঙ্গে সখ্যতা গড়ে উঠে তাঁর। সেই সুবাদে প্রায় তিন মাস ধরে মারফত আলী তাঁদের ভাড়া বাসাতেই থাকতেন। গত ২৭ জানুয়ারি আক্কাস আলীর সঙ্গে তাঁর স্ত্রী খাদেজা বেগমের ঝগড়া হয়। ঝগড়া শেষে আক্কাস আলী কাজে চলে যান। রাতে বাড়ি ফিরে তিনি দেখতে পান তাঁর স্ত্রী, চার বছরের ছেলে আসিফ ও এক বছরের মেয়ে বাড়িতে নেই। তারপর বিভিন্ন স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তাঁদের সন্ধান পায়নি। ঘটনার তিন দিন পর তাঁর স্ত্রী ছোট মেয়েকে নিয়ে বাড়িতে চলে আসে। পরে আক্কাস আলীকে জানায় মারফত আলী বেড়ানোর কথা বলে তাঁদের মানিকগঞ্জে নিয়ে গিয়েছিল। সেখান থেকে তাঁর ছেলে আসিফকে কৌশলে মারফত আলী অপহরণ করে নিয়ে গেছে। 

আব্দুর রউফ আরও জানান, শুক্রবার সকালে ওই শিশুর বাবা আক্কাস আলী থানায় অভিযোগ করে। পরে অভিযান চালিয়ে মারফত আলীকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে শিশুটিকে উদ্ধার করে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মারফত আলীর বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়েছে।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে