হোম > সারা দেশ > নরসিংদী

রায়পুরায় ট্রাক চাপায় মাছ ব্যবসায়ী নিহত, আহত ২ 

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় মহেষপুর ইউনিয়নের সাপমারা বাজারে ইট বোঝাই ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক মাছ ব্যবসায়ী মারা গেছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। 

আজ সোমবার সকাল ৬টায় সাপমারা বাজার চৌরাস্তা এলাকায় এ ঘটনাটি ঘটেছে। 

নিহত মাছ ব্যবসায়ীর নাম চিত্ত নিরঞ্জন দাস (৬৫)। তিনি মহেষপুর ইউনিয়নের আলগী মধ্যে পাড়া গ্রামের নিশিকান্ত দাসের ছেলে। আহতরা হলেন চিত্ত নিরঞ্জনের ভাই মনরঞ্জন দাস (৫০), ব্যাটারি চালিত অটোরিকশার চালক একই ইউনিয়নের বেগমাবাদ গ্রামের মুরশিদ মিয়া (৩০)। 
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকাল ৬টার দিকে আলগী বাজার থেকে ছেড়ে আসা ইট ভর্তি ট্রাক নীলকুঠি যাওয়ার সময় সাপমারা বাজার চৌরাস্তায় রায়পুরাগামী ব্যাটারি চালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ব্যাটারি চালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। পরে চিত্ত নিরঞ্জনের মাথার ওপর দিয়ে ট্রাকের চাকা চলে যাওয়ায় মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহতের সহোদর ভাই ও অটোরিকশা চালক গুরতর আহত হন। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে পাশের উপজেলা ভৈরব হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর ঘাতক ট্রাক চালক ও সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে জব্দ করে পুলিশে খবর দেয়। 

রায়পুরা থানার উপপরিদর্শক মো আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা