হোম > সারা দেশ > ঢাকা

দণ্ডিত এনামুল বাছিরের জামিন বহাল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘুষ গ্রহণের মামলায় দুর্নীতি দমন কমিশনের বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে দুদকের করা আবেদন খারিজ করে সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। 

গত ১৭ নভেম্বর হাইকোর্ট খন্দকার এনামুল বাছিরকে ছয় মাসের জামিন দেন। এ জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে দুদক। পরে ২২ নভেম্বর আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম জামিন স্থগিত করে শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠান। 

এর আগে ২৩ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ এনামুল বাছিরকে জামিন দেন। কিন্তু আপিলের নথিতে জামিন আবেদন না থাকায় পরদিন তা প্রত্যাহার করা হয়। নিম্ন আদালতের সাজার বিরুদ্ধে গত ১৩ এপ্রিল বাছিরের করা আপিল শুনানির জন্য গ্রহণ করে ৮০ লাখ টাকা জরিমানা স্থগিত করেন হাইকোর্ট। ৪০ লাখ টাকার ঘুষ কেলেঙ্কারির অভিযোগে ২০১৯ সালের ১৬ জুলাই ওই মামলা করে দুদক। 

২৩ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল খন্দকার এনামুল বাছিরকে অর্থ পাচারের অভিযোগে ৫ বছরের কারাদণ্ড ও ৮০ লাখ টাকা জরিমানা করেন। এ ছাড়া ঘুষ লেনদেনের অভিযোগে তাঁকে ৩ বছর কারাদণ্ড দেওয়া হয়। তবে দুটি দণ্ড একসঙ্গে চলবে বলে পাঁচ বছর দণ্ড ভোগ করতে হবে বাছিরকে। 

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর