হোম > সারা দেশ > ঢাকা

রমজানে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয় শুরু করল টিকে গ্রুপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন রমজান মাসে ভোগ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সাশ্রয়মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে টিকে গ্রুপ। আজ রোববার সকালে কারওয়ান বাজারে পেট্রো বাংলার সামনে সাশ্রয়ী মূল্যে সাধারণ জনগণের মধ্যে ভোগ্যপণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান এই কার্যক্রম উদ্বোধন করেন। 

টিকে গ্রুপের প্রতিনিধি জানান, টিকে গ্রুপের পক্ষ থেকে প্রতিবছর রমজানের আগে তেল, আটা, ময়দা, সুজি, ডাল, দুধসহ বেশ কিছু পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হয়। এই কার্যক্রম রমজান মাসব্যাপী সারা দেশে চলমান থাকবে। বর্তমানে দেশের ২০-২২টি জেলায় এই কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তিনি সুষ্ঠুভাবে এই কার্যক্রম পরিচালনার জন্য সবার সহযোগিতা কামনা করেন। 

ভোক্তা অধিকার সংরক্ষণ মহাপরিচালক সফিকুজ্জামান টিকে গ্রুপের এই উদ্যোগের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সংযুক্ত আরব আমিরাতে রমজানে শত শত পণ্যে ছাড় দেওয়া হয়েছে। এ মাসে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় অধিদপ্তরের পক্ষ থেকে করপোরেট প্রতিষ্ঠানসমূহের প্রতি সাশ্রয়ী মূল্যে ভোগ্যপণ্য বিক্রির আহ্বান জানানো হয়। এই আহ্বানে সাড়া দিয়ে টিকে গ্রুপ ৫০টির বেশি ভোগ্যপণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রির উদ্যোগ গ্রহণ করেছে। 

মহাপরিচালক আরও জানান, আগামী ১১-১২ থেকে আসন্ন ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে বিভিন্ন সুপার শপ বিভিন্ন ভোগ্যপণ্য বিশেষ ছাড়ে বিক্রি করবে।

রাজধানীর কদমতলীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিল্পপতি-কোটিপতিরা ভোটের লড়াইয়ে

কেরানীগঞ্জে সড়কে পৃথক দুর্ঘটনা, নিহত ২

ওসমান হাদি হত্যায় ১৭ আসামির কার কী ভূমিকা

ভিডিওটি শুটার ফয়সালের, এটা ঠিক, কিন্তু সে দুবাইয়ে নেই: ডিবিপ্রধান

চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: সম্পূরক অভিযোগপত্রে আসামি ঢাবির আরও ৭ শিক্ষার্থী

হাদি হত্যায় যুবলীগ নেতা বাপ্পীর সংশ্লিষ্টতা, শুটার ফয়সালসহ অভিযোগপত্রে আসামি ১৭: ডিবি

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ জাটকা জব্দ

কেরানীগঞ্জে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের জমি-গাড়ি জব্দ করে ‘রিসিভার’ নিয়োগ