হোম > সারা দেশ > ঢাকা

মিটফোর্ডে নার্সকে মারধর: ক্ষমা চাইলেন ওয়ার্ডমাষ্টার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কর্মরত একজন নার্সকে মারধরের পর অবশেষে ক্ষমা চেয় পার পেলেন ওয়ার্ডমাষ্টার। আজ শনিবার রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে এই ঘটনা ঘটে। এর আগে গত বৃহস্পতিবার সকালে কর্মরত অবস্থায় নার্স কাজল রেখাকে ওয়ার্ডমাষ্টার সাজ্জাদ হোসেন মারধর করে বলে অভিযোগ পাওয়া যায়। বিষয়টি নিয়ে কাজল রেখা নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগে কাজল রেখা বলেন, বাচ্চাদের ফুটবল খেলাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ওয়ার্ডমাষ্টার নার্সেস ডর্মেটরিতে গিয়ে তাঁর ছেলে দীপ্তকে মারধর করে এবং অকথ্য ভাষায় গালাগালি করে। খবর পেয়ে তিনি হাসপাতাল পরিচালকের অফিসে অভিযোগ করতে যান। তখন তিনি পথে মারধরের শিকার হন। বিষয়টি তিনি সেবা তত্ত্বাবধায়ক, হাসপাতালের উপ–পিরচালক ও পরিচালকে জানান। এ ব্যাপারে তিনি বিভাগীয় ব্যবস্থা ও আইনি প্রতিকারের পদক্ষেপ গ্রহণের জন্য মহাপরিচালকের কাছে আবেদন করেন।

কাজল রেখা জানান, হাসপাতালে অভ্যন্তরে তিনি স্বামী–সন্তান নিয়ে বসবাস করছেন। কয়েক দিন আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে ঝগড়া হয়। ওই ঘটনার জের ধরে তাঁর ছেলে ও তাঁকে মারধর করা হয়েছে। তবে গতকাল শতাধিক নার্সের সামনে ওয়ার্ডমাষ্টার পায়ে ধরে ক্ষমা চেয়েছেন।

জানতে চাইলে ওয়ার্ডমাষ্টার সাজ্জাদ হোসেন বলেন, নার্সের সঙ্গে যে ঘটনা হয়েছে তা পরিচালকের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয়ে গেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের পরিচালক ড. ব্রিগেডিয়ার জেনারেল কাজী রশিদ–উন–নবী আজকের পত্রিকাকে বলেন, নার্স ও ওয়ার্ডমাস্টারের বিষয়টি মীমাংসা হয়ে গেছে। এ ব্যাপারে বিস্তারিত জানতে হলে হাসপাতালে এসে জানতে হবে।

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩