হোম > সারা দেশ > ঢাকা

জাবিতে শেখ মুজিবের ম্যুরাল ও গ্রাফিতি মুছে দিলেন শিক্ষার্থীরা

জাবি প্রতিনিধি 

জাবিতে মুছে দেওয়া হলো শেখ মুজিবের ম্যুরাল ও গ্রাফিতি। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও গ্রাফিতি মুছে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। গতকাল বুধবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মিছিল নিয়ে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটটির সামনে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে মুছে দেন তাঁরা।

এ সময় ইনস্টিটিউটের পাশে আল-বেরুনী হলের দেয়ালে আঁকা শেখ মুজিবুর রহমানের গ্রাফিতিও মুছে দেন শিক্ষার্থীরা। এরপর তাঁরা সেখান থেকে বেরিয়ে ক্যাম্পাসের বিভিন্ন জায়গার শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ম্যুরাল ও গ্রাফিতি মুছে দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী নাজমুল ইসলাম লিমন আজকের পত্রিকাকে বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। খুনি হাসিনা শেখ মুজিবকে দেবতা মনে করে ফ্যাসিবাদী সাম্রাজ্য গড়ে তুলেছিল। যার ভয়ংকর রূপ হিসেবে দেখেছি হাসিনার জুলাই-আগস্টের গণহত্যা। গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।’

জাবিতে মুছে দেওয়া হলো শেখ মুজিবের ম্যুরাল ও গ্রাফিতি। ছবি: সংগৃহীত

নাজমুল ইসলাম লিমন আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কোনো ফ্যাসিস্টের চিহ্ন থাকতে পারে না। তাই আজ আমরা ফ্যাসিস্ট হাসিনা ও মুজিবের সব স্মৃতিচিহ্ন মুছে দিয়েছি। এর মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাই, বাংলাদেশে কোনো ব্যক্তিকে পুঁজি করে যেন আর ফ্যাসিস্ট কাঠামো গড়ে উঠতে না পারে।’

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার