হোম > সারা দেশ > ঢাকা

জাবিতে শেখ মুজিবের ম্যুরাল ও গ্রাফিতি মুছে দিলেন শিক্ষার্থীরা

জাবি প্রতিনিধি 

জাবিতে মুছে দেওয়া হলো শেখ মুজিবের ম্যুরাল ও গ্রাফিতি। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও গ্রাফিতি মুছে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। গতকাল বুধবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মিছিল নিয়ে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটটির সামনে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে মুছে দেন তাঁরা।

এ সময় ইনস্টিটিউটের পাশে আল-বেরুনী হলের দেয়ালে আঁকা শেখ মুজিবুর রহমানের গ্রাফিতিও মুছে দেন শিক্ষার্থীরা। এরপর তাঁরা সেখান থেকে বেরিয়ে ক্যাম্পাসের বিভিন্ন জায়গার শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ম্যুরাল ও গ্রাফিতি মুছে দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী নাজমুল ইসলাম লিমন আজকের পত্রিকাকে বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। খুনি হাসিনা শেখ মুজিবকে দেবতা মনে করে ফ্যাসিবাদী সাম্রাজ্য গড়ে তুলেছিল। যার ভয়ংকর রূপ হিসেবে দেখেছি হাসিনার জুলাই-আগস্টের গণহত্যা। গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।’

জাবিতে মুছে দেওয়া হলো শেখ মুজিবের ম্যুরাল ও গ্রাফিতি। ছবি: সংগৃহীত

নাজমুল ইসলাম লিমন আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কোনো ফ্যাসিস্টের চিহ্ন থাকতে পারে না। তাই আজ আমরা ফ্যাসিস্ট হাসিনা ও মুজিবের সব স্মৃতিচিহ্ন মুছে দিয়েছি। এর মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাই, বাংলাদেশে কোনো ব্যক্তিকে পুঁজি করে যেন আর ফ্যাসিস্ট কাঠামো গড়ে উঠতে না পারে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন