হোম > সারা দেশ > ঢাকা

জাবিতে শেখ মুজিবের ম্যুরাল ও গ্রাফিতি মুছে দিলেন শিক্ষার্থীরা

জাবি প্রতিনিধি 

জাবিতে মুছে দেওয়া হলো শেখ মুজিবের ম্যুরাল ও গ্রাফিতি। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও গ্রাফিতি মুছে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। গতকাল বুধবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মিছিল নিয়ে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটটির সামনে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে মুছে দেন তাঁরা।

এ সময় ইনস্টিটিউটের পাশে আল-বেরুনী হলের দেয়ালে আঁকা শেখ মুজিবুর রহমানের গ্রাফিতিও মুছে দেন শিক্ষার্থীরা। এরপর তাঁরা সেখান থেকে বেরিয়ে ক্যাম্পাসের বিভিন্ন জায়গার শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ম্যুরাল ও গ্রাফিতি মুছে দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী নাজমুল ইসলাম লিমন আজকের পত্রিকাকে বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। খুনি হাসিনা শেখ মুজিবকে দেবতা মনে করে ফ্যাসিবাদী সাম্রাজ্য গড়ে তুলেছিল। যার ভয়ংকর রূপ হিসেবে দেখেছি হাসিনার জুলাই-আগস্টের গণহত্যা। গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।’

জাবিতে মুছে দেওয়া হলো শেখ মুজিবের ম্যুরাল ও গ্রাফিতি। ছবি: সংগৃহীত

নাজমুল ইসলাম লিমন আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কোনো ফ্যাসিস্টের চিহ্ন থাকতে পারে না। তাই আজ আমরা ফ্যাসিস্ট হাসিনা ও মুজিবের সব স্মৃতিচিহ্ন মুছে দিয়েছি। এর মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাই, বাংলাদেশে কোনো ব্যক্তিকে পুঁজি করে যেন আর ফ্যাসিস্ট কাঠামো গড়ে উঠতে না পারে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু