হোম > সারা দেশ > ঢাকা

বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন সবাই সংকটাপন্ন: ডা. সামন্ত লাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর সিদ্দিকবাজারের নর্থ সাউথ রোডের দুটি ভবনে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে বর্তমানে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন সবার অবস্থাই সংকটাপন্ন বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে বার্ন ইনস্টিটিউটে সাংবাদিকদের এ তথ্য জানান সমন্বয়ক সামন্ত লাল সেন।

সামন্ত লাল সেন বলেন, যে ১০ জন আছে তার মধ্যে তিনজন আইসিইউতে, দুজন লাইফ সাপোর্টে আছে। আর বাকিরা এসডিইউতে।

চিকিৎসাধীন ১০ জনের মধ্যে কেউই শঙ্কামুক্ত নয়, জানিয়ে বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক বলেন, ‘যারা আছে তাদের কেউই শঙ্কামুক্ত না। কারণ কারও ৮০ পারসেন্ট, কারও ৯০ পারসেন্ট, কারও ৫০ পারসেন্ট পুড়ে গেছে। সবারই শ্বাসনালি পুড়ে গেছে। আমি স্পষ্ট করে বলতে পারি, যেহেতু সবারই শ্বাসনালি পুড়ে গেছে, তাই আমরা শঙ্কামুক্ত বলতে পারব না।’

শরীরের ১২ শতাংশ পোড়া ক্ষত নিয়ে মো. হাসান ও ৫০ শতাংশ পোড়া ক্ষত নিয়ে জাহান আইসিইউতে ভর্তি আছেন। হাসান আইসিইউ এর ১১ নম্বর বেডে ও জাহান ৯ নম্বর বেডে আছেন। শরীরের ৯৮ শতাংশ পোড়া ক্ষত নিয়ে মো. মুসা ভর্তি আছেন এসডিইউর ৬০২ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর বেডে। এ ছাড়া ওলিল শিকদার ২০ শতাংশ, খলিল শিকদার ৮ শতাংশ, ইয়াসিন আলী ৫৫ শতাংশ, মো. বাবলু ১৮, আল-আমিন ১৫, বাচ্চু মিয়া ৪০ শতাংশ ও আজমের ৮০ শতাংশ পোড়া ক্ষত নিয়ে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন।

মোস্তফা নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বার্ন ইউনিট থেকে ঢাকা মেডিকেলে হস্তান্তর করা হয়েছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু