হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ীর স্টিল মিলে দগ্ধের ঘটনায় এক শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় শাহরিয়ার স্টিল মিলে লোহা গলানোর ভাট্টিতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শাহীন (২০) মারা গেছেন। তাঁর শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্টিল মিলে দগ্ধের ঘটনায় শাহিন নামের এক শ্রমিক মারা গেছেন। তাঁর শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে ৫৪ শতাংশ দগ্ধ নিয়ে মাইনুদ্দিন, ২৫ শতাংশ দগ্ধ নিয়ে আক্তার হোসেন নামের দুজন ভর্তি রয়েছেন। তাঁদের দুজনের অবস্থাও আশঙ্কাজনক।

শাহীনের শ্বশুর মাহবুবুর রহমান জানান, তাঁদের বাড়ি পঞ্চগড় জেলায়। স্ত্রী মাহবুবা আক্তারকে নিয়ে ডেমরা স্টাফ কোয়ার্টারে ভাড়া থাকত শাহিন। ছয় মাস আগে বিয়ে করা শাহীন স্টিল মিলের ক্রেন ড্রাইভার হিসেবে চাকরি করতেন।

দুর্ঘটনার পরপর তাঁদের উদ্ধার করে ইনস্টিটিউটে নিয়ে যাওয়া মো. শফিয়ার রহমান জানান, তাঁরা কোনাপাড়ায় শাহরিয়ার স্টিল মিলে কাজ করেন। মঙ্গলবার রাত ৮টার দিকে তাঁরা তিনজন কারখানার ভাট্টিতে লোহা গলানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ ভাট্টির ভেতরে বিস্ফোরণ হয়। এতে ভাট্টিতে থাকা গলিত লোহা তাঁদের তিনজনের শরীরে ছিটকে পড়ে। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট